ছাত্রলীগ ও যুবলীগ সন্ত্রাসীদের হামলায ৩ সাংবাদিক আহত

0
259
Print Friendly, PDF & Email

গাজীপুর: গাজীপুর জেলা শহরে পেশাগত দায়িত্ব পালনকালে ৩ সাংবাদিক আহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়েছে বিভিন্ন সংগঠন।

গাজীপুর প্রেসক্লাব এক বিবৃতিতে জানায়, পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিক আহত হওয়ার ঘটনা প্রমাণ করে পুলিশ সাংবাদিকদের নিরাপত্তা দিতে অনীহা প্রকাশের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারেনি। বিবৃতিতে অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার ও দায়িত্বকর্মে অবহেলার জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।

এদিকে সাংবাদিক আহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে অনুরূপ বিবৃতি প্রদান করেছে জাতীয় মানবাধিকার কাউন্সিল গাজীপুর জেলা শাখা ও গাজীপুর রিপোর্টার্স ফোরাম।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় গাজীপুর জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার সময় পেশাগত দায়িত্ব পালনকালে ছাত্রলীগ ও যুবলীগ নামধারী সন্ত্রাসীদের হামলায় আহত হন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান নির্বাহী কমিটির সদস্য ইকবাল আহমেদ সরকার(৭১ টেলিভিশন), নির্বাহী সদস্য আবুল হাসান (ইনডিপেনডেন্ট টেলিভিশন) ও গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক দেলোয়ার হোসেন(দিনকাল)।

 মার্চ ০৮, ২০১৩

শেয়ার করুন