ঢাকা: পুলিশের ধাওয়া খেয়ে রাজধানীর পুরানা পল্টনে জামায়াত নেতার বাড়িতে আশ্রয় নেওয়া এক শিবির কর্মী গ্রেফতার এড়াতে ৭ম তলা থেকে লাফিয়ে পড়ে নিহত হয়েছেন। ফকিরাপুলে জামায়াতের ঢাকা মহানগরীর সহকারি সেক্রেটারি সেলিম উদ্দিন ও উত্তরা থানার আমির মাহমুদুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে বের করা জামায়াত-শিবিরের মিছিলে পুলিশ বাধা দেওয়ার পরে এ ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শিবির কর্মীর নাম-পরিচয় জানা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ-ৠাব ও গোয়েন্দারা ওই বাড়িটি ঘিরে রেখে তল্লাশি অভিযান চালাচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত-শিবির কর্মীরা জুম্মার নামাজ শেষে ফকিরাপুল বাজার জামে মসজিদ থেকে মিছিল বের করে পুলিশ ওপর হামলা চালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে মিছিলকারীরা এক পর্যায়ে ২৯/১, পুরানা পল্টনের ১১তলা বাড়ির জামায়াত নেতা ও সাবেক কমিশনার আব্দুর রবের ৭ম তলার ফ্ল্যাটে আশ্রয় নেন।
পরে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে ২১ জন জামায়াত-শিবির কর্মীকে আটক করে। এ সময় গ্রেফতার এড়াতে এক শিবির কর্মী বাড়িটির সপ্তম তলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করলে নিচে পড়ে মারা যান।
গ্রেফতার অভিযান এখনও চলছে বলে জানিয়েছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার। তিনি বাংলানিউজকে বলেন, জামায়াত-শিবির কর্মীরা মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া করলে তারা ওই বাসায় গিয়ে আশ্রয় নেন। পরে বাসায় অভিযান চালিয়ে এ পর্যন্ত ২১ জনকে আটক করা হছে। আটককৃতদের পল্টন থানায় নেওয়া হয়েছে।
তিনি জানান, ডিএমপির এডিসি মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান চলছে। ১১তলা বাড়িটির প্রতিটি তলার প্রতিটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের আটক করা হবে।
ওসি আরো জানান, আটক অভিযানের সময় এক শিবির কর্মী সপ্তম তলা থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়া চেষ্টা করলে নিচে পড়ে তিনি মারা যান।
উল্লেখ্য, ধর্মভিত্তিক ৮ দলের বিক্ষোভ মিছিল কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার বায়তুল মোকাররম ও পল্টন এলাকায় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় দলগুলোর নেতাকর্মীদের। এরই ফাঁকে ফকিরাপুলে বের হয় জামায়াত-শিবিরও।
পুলিশ আরও জানায়, জামায়াত শিবিরের মিছিল থেকে একটি ককটেলের বিস্ফোরণ ঘটানোর পর পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে প্রায় ৫০ রাউণ্ড ফাঁকা গুলি ছোড়ে।
এদিকে জামায়াত-শিবিরের নাশকতা ঠেকাতে ফকিরাপুল, দৈনিক বাংলা, বায়তুল মোকাররম উত্তর ও দক্ষিণ গেট, পল্টন মোড়, নাইট অ্যাঙ্গেল মোড়, কাকরাইল, মৎস্য ভবন মোড়, জাতীয় প্রেসক্লাব এলাকার বিভিন্ন মসজিদে নামাজ শেষে বের হয়ে যাওয়ার সময় পুলিশ শতাধিক জামায়াত-শিবির কর্মীকে আটক করে।
মার্চ ০৮, ২০১৩