‘মানুষ হত্যা করে আলোচনার প্রস্তাব বেমানান’: ড. মোশাররফ

0
155
Print Friendly, PDF & Email

ঢাকা: একদিকে গুলি করে পাখির মতো মানুষ হত্যা করা হচ্ছে, আরেক দিকে আলোচনার প্রস্তাব দেওয়া হচ্ছে—এটা বেমানান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শুক্রবার বেলা ১১টায় বিশ্ব নারী বিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের ৠালি শুরুর আগে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “জনগণকে ধোকা দেওয়ার বক্তব্য বন্ধ করে সত্যিকার অর্থে যদি আলোচনা চান তাহলে পরিবেশ তৈরি করুন। গণহত্যা, বিরোধী দলের ওপর নির্যাতন বন্ধ করুন, মিথ্য মামলা প্রত্যাহার ও গ্রেফতার বন্ধ করুন। সুনির্দিষ্ট এজেন্ডা দিয়ে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার আহ্বান জানাচ্ছি।”

তিনি বলেন, “বিএনপি আলোচনায় বিশ্বাস করে এবং সব সময় সমস্যার সমাধান চায়।”

প্রধানমন্ত্রীর কঠোর হস্তে দমনের বক্তব্যের প্রতিবাদ করে তিনি বলেন, “দেশে সংঘাত আপনারা সৃষ্টি করেছেন। সর্প হয়ে সারাদেশকে ধংস করছেন। এ থেকে দেশকে আপনারা রক্ষা করতে পারেন। দেশের মানুষকে আপনারা সংঘাতের দিকে ঠেলে দেবেন না।”

এতে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, জাতীয় মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

ৠালিটি নয়াপল্টন কেন্ত্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিজয়নগর, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ ও মৌচাক গিয়ে শেষ হয়।

মার্চ ০৮,২০১৩

শেয়ার করুন