ঢাকা: নারীর বিরুদ্ধে ঘৃণ্য অপরাধ দেশের মান ডুবিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী
নারীর শ্লীলতাহানি ও নারীর নিরাপত্তা নিয়ে সাম্প্রতিক উৎকণ্ঠা-উদ্বেগের প্রেক্ষিতে হরিয়ানা রাজ্যের একটি সম্মেলনে শুক্রবার তিনি এসব কথা বলেন।
সোনিয়া গান্ধী বলেন, “নারীর প্রতি সহিংসতা লজ্জায় আমাদের মাথাকে নিচু করে দিচ্ছে। এ ধরনের ন্যাক্কারজনক অপরাধ দেশের মান-সম্মানকে ডুবিয়ে দিচ্ছে।”
ভারতের সর্বোচ্চ ক্ষমতাধর এই নারী বলেন, “সামাজিক এই অবক্ষয় প্রতিরোধে সামাজিক সচেতনতা প্রয়োজন।”
প্রসঙ্গত, গত ডিসেম্বরে দিল্লির চলন্ত বাসে গণধর্ষণের প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভে নামেন লাখো মানুষ। জনদাবির মুখে ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য এ সংক্রান্ত আইনও সংশোধন করে বর্তমান সরকার। যদিও আইনটি এখন পর্যন্ত সম্পূর্ণরূপে গৃহিত হয়নি।
এ জন্য দেশটির নারী অধিকার কর্মীদের অভিযোগ সরকারের ধীরে চলো নীতির কারণে ক্রমেই নারীর বিরুদ্ধে অপরাধ বাড়ছে। দিল্লির গণধর্ষণের পরও স্কুলের ছাত্রী থেকে শুরু করে তিন শিশু বোন ধর্ষিত হওয়ার মতো ন্যাক্কারজনক ঘটনাও ঘটেছে।
মার্চ ০৮, ২০১৩