বিনোদন ডেস্ক: সঞ্জয় লীলা বনসালির ‘রাম লীলা’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন দীপিকাপাড়ুকোন এবং রণবীর সিং। শেকসপিয়ারের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ অবলম্বনেনির্মিতব্য ছবিটিতে অভিনয় শুরুর পর থেকেই রণবীর-দীপিকার প্রেমের খবরডালপালা মেলতে শুরু করেছে। সম্প্রতি বিষয়টি নিয়ে দীপিকার সঙ্গেঠাট্টা-মশকরা করায় শাহরুখের ওপর বেজায় চটে যান ২৭ বছর বয়সী এ অভিনেত্রী।শেষমেষ তাঁর কাছে কিং খানকে ক্ষমা চাইতে হয়েছে বলেও জানিয়েছে জিনিউজব্যুরো।
রোহিতশেঠির ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকা।সম্প্রতি ছবিটির সেটে রণবীরের সঙ্গে প্রেমের বিষয়টি নিয়ে দীপিকাকে খোঁচাতেশুরু করেন শাহরুখ। প্রথমে তাঁর মন্তব্য গায়ে না মেখে চুপচাপ থাকেন দীপিকা।কিন্তু শাহরুখের ক্রমাগত ঠাট্টায় একপর্যায়ে তাঁর ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবংতিনি প্রচণ্ড খেপে যান। অবস্থা বেগতিক দেখে তাঁকে ঠান্ডা করতে শেষমেশক্ষমা চান শাহরুখ।
প্রসঙ্গত, ‘রাম লীলা’ ছবির মাধ্যমে প্রথমবারেরমতো জুটি বেঁধেছেন দীপিকা ও রণবীর সিং। ছবিটিতে অভিনয় শুরুর পর থেকেইতাঁদের সখ্য বেড়ে যায়। ইদানীং তাঁরা ঘন ঘন একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। দিনকয়েক আগে মুম্বাইয়ের একটি কফি হাউসে গভীর রাতে সময় কাটাতে দেখা গেছে এজুটিকে। এ ছাড়া, তাঁরা দুবাইয়ে গিয়ে অভিসারে মেতেছিলেন বলেও খবর চাউর হয়েছেবলিউডকেন্দ্রিক বিভিন্ন সংবাদমাধ্যমে।
৮ মার্চ/নিউজরুম