‘চেন্নাই এক্সপ্রেস’

0
513
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক: সঞ্জয় লীলা বনসালির রাম লীলাছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন দীপিকাপাড়ুকোন এবং রণবীর সিংশেকসপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েটঅবলম্বনেনির্মিতব্য ছবিটিতে অভিনয় শুরুর পর থেকেই রণবীর-দীপিকার প্রেমের খবরডালপালা মেলতে শুরু করেছেসম্প্রতি বিষয়টি নিয়ে দীপিকার সঙ্গেঠাট্টা-মশকরা করায় শাহরুখের ওপর বেজায় চটে যান ২৭ বছর বয়সী এ অভিনেত্রীশেষমেষ তাঁর কাছে কিং খানকে ক্ষমা চাইতে হয়েছে বলেও জানিয়েছে জিনিউজব্যুরো

রোহিতশেঠির চেন্নাই এক্সপ্রেসছবিতে শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকাসম্প্রতি ছবিটির সেটে রণবীরের সঙ্গে প্রেমের বিষয়টি নিয়ে দীপিকাকে খোঁচাতেশুরু করেন শাহরুখপ্রথমে তাঁর মন্তব্য গায়ে না মেখে চুপচাপ থাকেন দীপিকাকিন্তু শাহরুখের ক্রমাগত ঠাট্টায় একপর্যায়ে তাঁর ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবংতিনি প্রচণ্ড খেপে যানঅবস্থা বেগতিক দেখে তাঁকে ঠান্ডা করতে শেষমেশক্ষমা চান শাহরুখ

প্রসঙ্গত, ‘রাম লীলাছবির মাধ্যমে প্রথমবারেরমতো জুটি বেঁধেছেন দীপিকা ও রণবীর সিংছবিটিতে অভিনয় শুরুর পর থেকেইতাঁদের সখ্য বেড়ে যায়ইদানীং তাঁরা ঘন ঘন একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেনদিনকয়েক আগে মুম্বাইয়ের একটি কফি হাউসে গভীর রাতে সময় কাটাতে দেখা গেছে এজুটিকেএ ছাড়া, তাঁরা দুবাইয়ে গিয়ে অভিসারে মেতেছিলেন বলেও খবর চাউর হয়েছেবলিউডকেন্দ্রিক বিভিন্ন সংবাদমাধ্যমে

 

মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন