সহিংসতায় আমরা উদ্বিগ্ন: ব্রিটিশ হাইকমিশনার

0
146
Print Friendly, PDF & Email

ঢাকা: বাংলাদেশে চলমান সহিংসতায় উদ্বিগ্ন প্রকাশ করেছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন।

তিনি বলেন, “প্রতিদিন যে নিরীহ লোক মারা যাচ্ছে, তাতে আমরা সবাই (রাষ্ট্রদূত) খুবই উদ্বিগ্ন!” বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে রাষ্ট্রদূতদের বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, “পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিষয়ে অবহিত করেছেন। তবে আমি বলতে চাই, নির্বাচনের ১০ মাস আগে এমন সহিংসতা ঘটলে দেশ কীভাবে চলতে পারে?” তিনি বলেন, “আমরা এবিষয়ে খুবই উদ্বিগ্ন!”

 মার্চ ০৭, ২০১৩

শেয়ার করুন