বিজ্ঞান ও প্রযুক্তি: যাপ্লিকেশন বিকিকিনির জন্য গুগলের অনলাইন স্টোর ‘গুগল প্লে’ এক বছর পূর্ণকরেছে। অ্যাপলের অ্যাপ স্টোরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চালু করা গুগলপ্লে স্টোর ৬ মার্চ বুধবার এক বছর পূর্ণ করেছে।
গুগলের অ্যান্ডয়েডমার্কেটপ্লেসের নাম বদল এবং বিভিন্ন সেবা একত্র করে ২০১২ সালের ৬ মার্চ‘প্লে’ স্টোর চালু করেছিল গুগল। ভারচুয়াল এ স্টোরটি থেকে ট্যাবলেট ওস্মার্টফোন ব্যবহারকারীরা নানা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারেন।
গুগলপ্লে স্টোর থেকে আড়াই হাজার কোটি অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়েছে। বর্তমানে সাতলাখের বেশি অ্যাপ্লিকেশনসহ ই-বুক ও গান মিলিয়ে ১০ লাখেরও বেশি কনটেন্টরয়েছে গুগল প্লেতে।
গুগল প্লে ডিজিটাল কনটেন্টের ভাইস প্রেসিডেন্ট জেমিরোজেনবার্গ এক ব্লগ পোস্টে জানিয়েছেন, ২০১২ সাল থেকে গুগল প্লে স্টোর দ্রুতঅগ্রগতি অর্জন করেছে।
৮ মার্চ/নিউজরুম