আর্ন্তজাতিক ডেস্ক: নেজুয়েলার বিপ্লবী নেতা ও প্রেসিডেন্ট হুগো চাভেজের মরদেহ মমি করে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রয়াত এই নেতার স্বঘোষিত সমাজবাদী বিপ্লব জিইয়ে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শুক্রবার বিশ্বনেতাদের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় চাভেজের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।
দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিকোলা মাদুরো গতকাল বৃহস্পতিবার জানান, রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার পর চাভেজের মরদেহ মমি করে সামরিক জাদুঘরে প্রদর্শনের জন্য রাখা হবে।
রাষ্ট্রীয় টেলিভিশনে মাদুরো বলেন, এই কমরেডের প্রতি সর্বস্তরের মানুষ যাতে নিরন্তর শ্রদ্ধা প্রদর্শন করতে পারে, এ জন্য মরদেহটি মমি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুই বছর ক্যানসারের সঙ্গে লড়াই করে গত মঙ্গলবার ৫৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন ভেনেজুয়েলার নেতা চাভেজ। সামরিক বাহিনীর ছত্রীসেনা হিসেবে কর্মজীবন শুরু করা চাভেজ পরবর্তী সময় প্রেসিডেন্ট হিসেবে ১৪ বছর ক্ষমতায় ছিলেন।
চাভেজের মরদেহ বর্তমানে দেশটির সামরিক একাডেমিতে রাখা আছে। গত বুধবার থেকে এ পর্যন্ত তাঁর মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন ২০ লাখের বেশি ভক্ত-সমর্থক। আজ চাভেজের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। এতে ৩০ জনের বেশি বিশ্বনেতা উপস্থিত থাকবেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
চাভেজের প্রতি শ্রদ্ধা জানাতে আসা ৫৬ বছর বয়সী হেনরি আকোস্তা বলেন, ‘আমি চাভেজকে দেখতে সকালেই এসেছি। ব্যক্তিগত জীবনে তিনি আমার আদর্শ। এখন আমি মাদুরোকে ভোট দেব। আর কেউ আছে? চাভেজ তাঁকেই উত্তরসূরি হিসেবে পছন্দ করেছিলেন। তাঁর ইচ্ছা পূরণ করা আমাদের দায়িত্ব।’
৮ মার্চ/নিউজরুম