স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে সফরকারীবাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়কঅ্যাঙ্গেলো ম্যাথুস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কা কোনো উইকেট নাহারিয়ে ৬৬ রান করেছে।
শ্রীলঙ্কা সফররত দলে আগে থেকেই অনুপস্থিত ছিলেনসাকিব আল হাসান ও মাশরাফি বিন মোর্তজা। ইনজুরি সমস্যার কারণে দলের অন্যতমপ্রধান ব্যাটিং ভরসা তামিম ইকবালও মাঠে নামতে পারেননি। মাশরাফিরঅনুপস্থিতিতে বোলিং আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন শাহাদাত হোসেন ও আবুল হাসান।গল টেস্ট দিয়ে টেস্ট অভিষেক হতে যাচ্ছে দুই তরুণ ব্যাটসম্যান এনামুল হক ওমমিনুল হকের।
বাংলাদেশ দল: এনামুল হক, জহিরুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, নাসির হোসেন, মমিনুল হক, আবুল হাসান, সোহাগগাজী, ইলিয়াস সানি ও শাহাদাত হোসেন।
শ্রীলঙ্কা দল: দিনেশ চান্দিমাল, কুমার সাঙ্গাকারা, অ্যাঙ্গেলো ম্যাথুস, লাহিরু থিরিমানে, নুয়ান কুলাসেকারা, কিথুরুয়ান ভিনথেজ, সামিন্দা ইরাঙ্গা, রঙ্গনা হেরাথ ও অজন্তা মেন্ডিস।
৮ মার্চ/নিউজরুম