বিনোদন ডেস্ক: নতুন করে ‘টারজান’ ছবি নির্মাণের যে তোড়জোড় চলছে, সে ছবিতে টারজানেরবিপরীতে জেন চরিত্রের জন্য এখন পর্যন্ত সবচেয়ে পছন্দের অভিনেত্রীটি হচ্ছেনজেসিকা চ্যাস্টেইন। এক খবরে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, ‘টারজান’ ছবির জেনচরিত্রে জেসিকাই সবচেয়ে আরাধ্য অভিনেত্রী হিসেবে বিবেচিত হচ্ছেন।
‘টারজান’ চলচ্চিত্রে এবার টারজানকে লড়তে হবে কঙ্গোর ধুরন্ধর এক যুদ্ধবাজ খলচরিত্রেরসঙ্গে। এই ছবির কাহিনিতে দেখা যাবে, রানি ভিক্টোরিয়ার কাছ থেকে মিশন নিয়েলন্ডন থেকে যাত্রা করবেন এক মার্সেনারি। সেখানে টারজানের সঙ্গে গড়ে উঠবেতার বন্ধুত্ব।
‘টারজান’ চলচ্চিত্রটি পরিচালনা করছেন ‘হ্যারি পটার’ পরিচালকখ্যাত ডেভিড ইয়েটস।
৮ মার্চ/নিউজরুম