স্পোর্টস ডেস্ক: এসি মিলানের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিক বার্সেলোনা। এমনটাই নাকি মনেপ্রাণে চাইছেন অনেকে। আর তাহলেই যে তাঁরা বলতে পারবেন অবশেষে বার্সা-যুগের অবসান হলো। যেনতেন কেউ নয়, কাতালান ক্লাবটির অমঙ্গল চাওয়ার বিষয়টি উঠে এসেছে খোদ লিওনেল মেসির কথায়। আর্জেন্টাইন মহাতারকার ধারণা, বার্সার পতন দেখতে চাওয়ার লোকের অভাব নেই। ইএসপিএন তাঁকে উদ্ধৃত করে লিখেছে, ‘আমাদের হার দেখার জন্য অপেক্ষা করছে এমন লোকের সংখ্যা অনেক। গত মৌসুমে যেমনটা হয়েছিল, এবারও হয়তো তারা বলবে এই বার্সেলোনা শেষ এখানেই।’
শেষ চার ম্যাচের তিনটিতেই হার। নিকট অতীতে এতটা খারাপ সময় কখন কাটিয়েছে বার্সেলোনা সেটা গবেষণার বিষয়। টানা দুটি এল ক্লাসিকোতে হারা দলটি এর আগে হেরেছে এসি মিলানের কাছেও। সান সিরোতে ০-২ গোলের হারই বার্সাকে দাঁড় করিয়েছে সুতার ওপর। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠতে আগামী মঙ্গলবার নিজেদের মাঠে জিততে হবে ৩ গোলের ব্যবধানে। কাজটা কঠিন, মেসিও জানেন সেটা। তবে কঠিন হলেও বার্সা পাস করে যাবে মিলান-পরীক্ষায়, ঘুরে দাঁড়াবে এখানেই সেটি মনেপ্রাণেই বিশ্বাস করেন টানা চারবারের বিশ্বসেরা ফুটবলার, ‘ঘুরে দাঁড়ানোর এটাই সময়। ব্যাপারটা শুরু হয়েছে মিলানে। তবে ফিরতি ম্যাচটাতেই আমরা নিজেদের ফিরে পেতে পারি।’
মাথার ওপরে পাহাড়সম চাপ। তবে এই চাপটাকে স্বাভাবিক বলেই মানছেন মেসি, ‘এই ক্লাবটা এমনই। যখন আপনি দুটি ম্যাচ হারবেন তখন এটা মহাদুর্যোগ। আবার দুটি ম্যাচ জিতলেই সবকিছু স্বাভাবিক।’ এএফপি, রয়টার্স।
৮ মার্চ/নিউজরুম