বার্সার পতন দেখতে চাওয়ার অনেকে

0
145
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক: এসি মিলানের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিক বার্সেলোনাএমনটাই নাকি মনেপ্রাণে চাইছেন অনেকেআর তাহলেই যে তাঁরা বলতে পারবেন অবশেষে বার্সা-যুগের অবসান হলোযেনতেন কেউ নয়, কাতালান ক্লাবটির অমঙ্গল চাওয়ার বিষয়টি উঠে এসেছে খোদ লিওনেল মেসির কথায়আর্জেন্টাইন মহাতারকার ধারণা, বার্সার পতন দেখতে চাওয়ার লোকের অভাব নেইইএসপিএন তাঁকে উদ্ধৃত করে লিখেছে, ‘আমাদের হার দেখার জন্য অপেক্ষা করছে এমন লোকের সংখ্যা অনেকগত মৌসুমে যেমনটা হয়েছিল, এবারও হয়তো তারা বলবে এই বার্সেলোনা শেষ এখানেই
শেষ চার ম্যাচের তিনটিতেই হারনিকট অতীতে এতটা খারাপ সময় কখন কাটিয়েছে বার্সেলোনা সেটা গবেষণার বিষয়টানা দুটি এল ক্লাসিকোতে হারা দলটি এর আগে হেরেছে এসি মিলানের কাছেওসান সিরোতে ০-২ গোলের হারই বার্সাকে দাঁড় করিয়েছে সুতার ওপরচ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠতে আগামী মঙ্গলবার নিজেদের মাঠে জিততে হবে ৩ গোলের ব্যবধানেকাজটা কঠিন, মেসিও জানেন সেটাতবে কঠিন হলেও বার্সা পাস করে যাবে মিলান-পরীক্ষায়, ঘুরে দাঁড়াবে এখানেই সেটি মনেপ্রাণেই বিশ্বাস করেন টানা চারবারের বিশ্বসেরা ফুটবলার, ‘ঘুরে দাঁড়ানোর এটাই সময়ব্যাপারটা শুরু হয়েছে মিলানেতবে ফিরতি ম্যাচটাতেই আমরা নিজেদের ফিরে পেতে পারি
মাথার ওপরে পাহাড়সম চাপতবে এই চাপটাকে স্বাভাবিক বলেই মানছেন মেসি, ‘এই ক্লাবটা এমনইযখন আপনি দুটি ম্যাচ হারবেন তখন এটা মহাদুর্যোগআবার দুটি ম্যাচ জিতলেই সবকিছু স্বাভাবিকএএফপি, রয়টার্স

 

৮ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন