পোশাক শ্রমিকদের বেতন পরিশোধে শনিবার ব্যাংক খোলা

0
154
Print Friendly, PDF & Email

ব্যবসা ও অর্থনীতিডেস্ক: রপ্তানিমুখী পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারিত সময়ে পরিশোধের জন্য ব্যাংকগুলোর সংশ্লিষ্ট শাখা আসছে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে খোলা থাকবেআজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিজিএমইএর অনুরোধের প্রেক্ষিতে রপ্তানিমুখী শ্রমঘন পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের সুবিধার্থে আগামী ৯ মার্চ ২০১৩ শনিবার ঢাকা মহানগরী, সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের পোশাক শিল্প-সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে
বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক ইব্রাহিম ভুঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বিমানবন্দর (ঢাকা ও চট্টগ্রাম), সমুদ্র/নৌবন্দর (চট্টগ্রাম ও মংলা) এবং স্থলবন্দর (বেনাপোল, সোনা মসজিদ, হিলি ও কমলাপুরের আইসিডি) এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য লেনদেন-সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা লেনদেনকারী সব শাখা (অথরাইজ ডিলার) প্রতি শুক্রবার ও শনিবার (অফিস লেনদেন সময়সূচি-সংশ্লিষ্ট ব্যাংকগুলোর স্বীয় নির্ধারিত সময় পর্যন্ত) খোলা রাখার সিদ্ধান্ত বহাল রয়েছে

 

মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন