সিংড়ার কুসুম্বি কালিগঞ্জ পুলিশ ফাঁড়ি ক্লোজড

0
203
Print Friendly, PDF & Email

রুপশী বাংলা ডেস্ক:নাটোরের সিংড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল চরমপন্থি অধ্যুষিত কুসুম্বি কালিগঞ্জ পুলিশ ফাঁড়ির কার্যক্রম সাময়িক স্থগিত করে থানা সদর থেকে নিয়ন্ত্রনের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন  জেলা পুলিশের দাবী সেখানে জনবলের তুলনায় অতিরিক্ত অস্ত্র ও গোলা বারুদ থাকে তার নিরাপত্তার কথা বিবেচনা করে আপাতত সেখানকার কার্যক্রম স্থগিত রেখে সিংড়া থানা থেকে সরাসরি কার্যক্রম পরিচালনা করা হবে

 

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার বিকালে সিংড়ার কুসুম্বিকালিগঞ্জ পুলিশ ফাঁড়ির কর্মকর্তা কর্মচারীরা তাদের অফিসে তালা লাগিয়ে দিয়ে ২টি পরিবহন যোগে সকল মালামাল নিয়ে সিংড়া থানায় চলে যায়এরপর থেকে সেখানে কোন পুলিশ নেই ফাঁড়িটি তালাবদ্ধ রয়েছেএনিয়ে স্থানীয়রা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জনপ্রতিনিধি ও একাধিক এলাকাবাসী জানিয়েছেনসিংড়া থানা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার ও জেলা শহর থেকে ৪০কিলোমিটার দূরে দূর্গম কুসুম্বি কালিগঞ্জ মূলত চরমপন্থি অধ্যুষিত এলাকাচরম পন্থিদের নানা অপরাধমূলক কর্মকান্ড ও চুরি ডাকাতি বৃদ্ধি পাওয়ায় সেখানে ১৯৮৬ সালে  পরিত্যাক্ত জমিদার বাড়ীতে ফাঁড়ি স্থাপন করা হয়চলনবিলের মানুষের কেন্দ্রস্থল হিসাবে সেখানে রয়েছে ব্যাংক, বীমাসহ অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান

 

এ ব্যাপারে কুসুম্বি কালিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোখলেছুর রহমান বলেন, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে আমরা সব কিছু গুটিয়ে নিয়ে চলে এসেছিএখন আমরা থানা সদর থেকে নিয়মিত ওই এলাকায় গাড়ি যোগে আইন শৃংখলা নিয়ন্ত্রণে কার্যক্রম পরিচালনা করবো

 

তবে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজুর রহমান জানান, ফাঁড়িতে ১৯জন জনবল থাকার কথা থাকলেও সেখানে ছিল ১৫ জনতবে সীমান্তবর্তী নন্দীগ্রাম ফাঁড়িতে হামলা হওয়ায় নিরাপত্তা জনিত কারণে আপাতত তা ক্লোজড করে সিংড়া থেকে সরাসরি নিয়মিত টহল প্রদান করবে

 

অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ বলেন , ফাঁড়িতে জনবলের তুলনায় অতিরিক্ত অস্ত্র গোলাবারুদ থাাকায় সেগুলোর নিরাপত্তার কথা চিন্তা করে থানা থেকে ডিউটি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে

 

পুলিশ সুপার ড. নাহিদ হোসেন বলেন , পুলিশ ফাঁড়ি ক্লোজড নয় সাময়িক ভাবে এটা বন্ধ করা হয়েছেআগে পুলিশ সদস্যরা পায়ে হেটে দায়িত্ব পালন করতো এখন থানা থেকে গাড়ি যোগে ডিউটি করবে ফলে এখন আরো দ্রুত সেবা দেয়া সম্ভব হবে 

 

৭ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন