ডেস্ক রিপোর্ট:বুধবারনয়াপল্টনের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের হামলা ও গুলিতে শাহ আলমখোকন নামের ঢাকা মহানগরের এক কর্মী গতকাল ঢাকা মেডিক্যালে মৃত্যু হয়েছেবলে দাবি করেছেন বিএনপি।১৮ দলীয় জোটের আজকের হরতালসহ সাম্প্রতিকদেশে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হরতাল শেষে বিকেলে এক সংবাদিক সম্মেলনেবিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি করেন।এ সময় তিনিবলেন, সারা দেশে সরকার বিরোধীদের উপর হামলা মামলা চালাচ্ছে। বিএনপির নেতাকর্মীদের বাসায় বাসায় গিয়ে পুলিশ গ্রেফতারের নামে হয়রানি করছে।রুহুল কবির রিজভী দাবি করেন, সরকার যতই বিরোধী দলের উপর হামলা মামলা নির্যাতন চালিয়ে এ আন্দোলন দমানো যাবে না।
সংবাদসম্মেলন রিজভী বলেন, সারা দেশ থেকে ২৫০ নেতা কর্মীকে পুলিশ গ্রেফতার করছে ওপুলিশ ও সরকার দলীয় ক্যাডারদের হামলায় ৬০০ জন আহত হয়েছে। ২৫০০টি মিথ্যামামলা করা হয়েছে বিএনপির নেতা কর্মীদের নামে।
তিনি বলেন, যদি ৪মহিলা নেত্রী সহ সকল নেতা কর্মীদের মুক্তি না দেয়া হয় তাহলে আগামীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বিএনপি।সংবাদসম্মেলনে বিরোধী দলীয় চীফ হুইপ জয়নাল আবদীন ফারুক, সাবেক ছাত্র নেতাসুলতান সালাউদ্দিন টুকু, আমিনুল ইসলাম, আব্দুল লতিফ জনি সহ মহানগরেরঅনন্যাও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৭ মার্চ/নিউজরুম