ডেস্ক রিপোর্ট:বিএনপি্রসংরক্ষিত আসনের সাংসদ সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া সহ ৪ নেত্রীকে বিএনপিরপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেফতার করেছে পুলিশ। সকাল সাড়ে ১০ টায়বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এসে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশ তাকে বাধাদেয়।এসময় পুলিশের সাথে কার্যালয়ে প্রবেশ নিয়ে বাকবিতন্ড শুরু হয়।পুলিশের উপর তিনি আক্রমনাত্মক ভঙ্গীমায় অগ্রসর হলে কয়েকজন মহিলা পুলিশ তাকেটেনে হেচড়ে পুলিশ ভ্যানে তোলে। এ সময় বিএনপির আরও তিন নেত্রীকে পুলিশগ্রেফতার করে। আটককৃতরা হলেন সংরক্ষিত আসনের সাংসদ রাশেদা বেগম হীরা , রেহেনা আক্তার রাণু, শামিয়া আক্তার।
৭ মার্চ/নিউজরুম