সংসদে মহানবী সা:কে নিয়ে কটাক্ষ বিষয়টি চরম ধৃষ্টতাপূর্ণ ও নিন্দনীয়

0
181
Print Friendly, PDF & Email

৭ মার্চ, ২০১৩।।

সম্প্রতি শাহবাগ মঞ্চের সাথে কিছু ব্লগারের ব্লগে মহানবী সা: সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য প্রকাশ করার ফলে সারা দেশে এর প্রতিবাদের ঝড় বয়ে যায়। এর প্রতিবাদে বিুব্ধ জনতা দল-মত নির্বিশেষে রাস্তায় নেমে আসে। বিক্ষোভ দমনের নামে পুলিশ প্রতিবাদী জনতার ওপর গুলি চালালে বহু মানুষ হতাহতের ঘটনা ঘটে। দেশের মানুষ আশা করেছিল, সরকার মহানবী সা:কে অবমাননাকারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিয়ে তাদের বিচারের মুখোমুখি করবে। কিন্তু সরকার উল্টো মহানবীর অবমাননাকারী নাস্তিকদের পক্ষাবলম্বন করে বিুব্ধ জনতার ওপর গুলি চালিয়ে তাদের নৃশংসভাবে হত্যা করেছে। পুরো বিষয়টি নিয়ে সারা দেশে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। এমনই যখন অবস্থা তখন গত সোমবার মহাজোটের দু’জন এমপি জাতীয় সংসদে মহানবী সা:কে কটাক্ষ করে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য রেখেছেন। তাদের এই ধৃষ্টতাপূর্ণ আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের বিভিন্ন ইসলামি দল ও সংগঠন। খবরে প্রকাশ, গত সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা করতে গিয়ে মাঈন উদ্দিন খান বাদল ও নাসিম ওসমান মহানবী সা:কে ‘ধর্মনিরপেক্ষ ব্যক্তি’ হিসেবে আখ্যায়িত করেন। তা ছাড়া তারা তাদের বক্তব্যে মদিনা রাষ্ট্র, রাষ্ট্রদ্রোহী ও চুক্তি লঙ্ঘনকারী ইহুদি গোত্র বনু কোরাইজার ৬০০ লোককে মৃত্যুদণ্ড দেয়া ইত্যাদি প্রসঙ্গে কিছু বিকৃত কথা বলেছেন, যা এক দিকে ইসলাম বিকৃতি, অন্য দিকে যথেষ্ট বিভ্রান্তিকর। ইসলামি দল ও সংগঠনগুলো তাদের এই বিভ্রান্তিকর বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানিয়ে বলেছে, তা না হলে চলমান নাস্তিক্যবিরোধী আন্দোলন আরো জোরদার করা হবে। খেলাফত মজলিসের নেতারা এক যুক্তবিবৃতিতে বলেছেন, সরকার গুটিকয়েক নাস্তিক আর বামদের খপ্পরে পড়ে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছে। আল্লাহ এবং রাসূল সা:-এর অবমাননাকারী নাস্তিক-মুরতাদ ব্লগারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো আলেম-ওলামা, মুসল্লিদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। ইসলামী ঐক্যজোটের নেতারা বলেছেন, দেশবাসী এত দিন আওয়ামী লীগের মুখে স্বাধীনতার ইতিহাস বিকৃতির কথা শুনেছে। এখন তারা ইসলামের অপব্যাখ্যায় নেমেছে। তারা বলছেন, মহানবী সা: নাকি ধর্মনিরপেক্ষ ছিলেন। তিনি নাকি বনু কোরাইজার ৬০০ লোককে হত্যা করেছিলেন। জমিয়তে উলামায়ে ইসলামের নেতারা বলেছেন, আওয়ামী সরকারের ছত্রছায়ায় কমিউনিস্ট নাস্তিক-মুুরতাদেরা এখন কুরআন-হাদিসের ভুল ব্যাখ্যা করে জাতিকে বিভ্রান্ত করছে। নেতারা জাসদের এমপি মাঈন উদ্দিন খান বাদল ও নাসিম ওসমানের দেয়া বক্তব্যের তীব্র নিন্দা জানান। বাংলাদেশ খেলাফত মজলিস এক বিবৃতিতে বলেছে, সংসদে মঈন উদ্দিন খান বাদল ও নাসিম ওসমানের দেয়া বক্তব্য খুবই আপত্তিকর। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা বলেছেন, জাসদের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন খান রাসূল সা:কে ধর্মনিরপেক্ষ বলে চরম মূর্খতার পরিচয় দিয়েছেন। আমরা মনে করি, এক শ্রেণীর রাজনৈতিক দল বা ব্যক্তিত্ব আছেন, যারা নিজেদের প্রগতিশীল বলে জাহির করতে ইসলাম, আল্লাহ এবং আল্লাহর নবী সম্পর্কে নানা ধরনের বিভ্রান্তিকর বক্তব্য রাখতে পছন্দ করেন। এ-ও একধরনের মূর্খতা। আর এ ধরনের বক্তব্য দিয়ে এরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনাশই কার্যত করে থাকেন। আমরা চাই, তারা এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য থেকে বিরত থাকবেন। কারণ এ ধরনের বক্তব্য ধর্মানুভূতির ওপর আঘাত সৃষ্টি করে স্বার্থান্বেষী মহল কার্যত সামাজিক সম্প্রীতিকেই বিনষ্ট করে। সরকারের উচিত আল্লাহ এবং আল্লাহর নবী ও ইসলাম সম্পর্কে এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য যারা দেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। কারণ বিষয়টি চরম ধৃষ্টতাপূর্ণ ও নিন্দনীয়।

   
শেয়ার করুন