ব্যবসা ও অর্থনীতিডেস্ক:চলতি বছরের জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে।পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৮৪ শতাংশ।
জানুয়ারি মাসে এ হার ছিল ৬ দশমিক ৬২ শতাংশ। এটি নতুন ভিত্তিবছর ২০০৫-০৬ সালের ভিত্তিতে নির্ণীত। পুরোনো ভিত্তিবছর ১৯৯৫-৯৬ ধরে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মূল্যস্ফীতির হালনাগাদ এসব তথ্য প্রকাশ করে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থাটির মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল, উপমহাপরিচালক মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৫-০৬ ভিত্তিবছর ধরে জানুয়ারি মাসে খাদ্যসূচকে মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৪৫ শতাংশ। খাদ্যবহির্ভূত সূচকে এই হার ৮ দশমিক ৪৪ শতাংশ।
১৯৯৫-৯৬ ভিত্তিবছর ধরে ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতির হার ৭ দশমিক ৮৭ শতাংশ। জানুয়ারি মাসে এ হার ছিল ৭ দশমিক ৩৮ শতাংশ।
সংস্থাটি জানায়, জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারি মাসে চাল, ডাল, আটা, মাছ, মসলা, তেল, পরিধেয় বস্ত্র, জ্বালানি তেল, পরিবহন ও শিক্ষা উপকরণের দাম বেড়েছে।
৭ মার্চ/নিউজরুম