ঢাকা: ড. মুহাম্মদ ইউনূস এবার যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানজনক পদকে ভূষিত হতে যাচ্ছেন। তিনি পাচ্ছেন ‘কংগ্রেশনাল গোল্ড মেডাল’।
যুক্তরাষ্ট্র পার্লামেন্টের স্পিকার জন বোয়েনার এবং সিনেটে রিপাবলিকান ও ডেমোক্যাট পার্টির নেতাদের এক যৌথ বিবৃতিতে জানানো হয় ১৭ এপ্রিল এই পদক দেওয়া হবে ড. ইউনূসকে।
এর আগে ২০১০ সালের ৫ অক্টোবর ড. ইউনূসকে এই পদক প্রদানের বিলটি সর্বসম্মতিক্রমে পাস হয়। দারিদ্রের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে অবদানের স্বীকৃতি স্বরূপ এ সম্মান পাচ্ছেন ড. ইউনূস।
উল্লেখ্য, এর আগে ড. ইউনূস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘প্রেসিডেন্সিয়াল মেডাল অব ফ্রিডম’ অর্জন করেন।
১৯৭৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে ড. ইউনূস দেশে দারিদ্র নিরসনে গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখেন। তার এই অবদান গোটা বিশ্বে সমাদ্রিত হয়। অনেক দেশেই দারিদ্র নিরসনের মডেল হিসেবে ব্যবহৃত হয়। এরই স্বীকৃতি হিসেবে ২০০৬ সালে নোবেল পুরস্কারে ভ’ষিত হন ড. মুহাম্মদ ইউনূস।
মার্চ ০৭, ২০১৩