বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: মানসিক চাপে রয়েছেন কিন্তু বুঝতে পারছেন না ঠিক কতটা মানসিক চাপে রয়েছেনআপনি? সুখবর হচ্ছে, যুক্তরাজ্যের গবেষকেরা মানসিক চাপ পরীক্ষা করার একটিপদ্ধতি উদ্ভাবনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বন্ধু বা প্রিয়জন হলেও মানসিকচাপের থাকার কথাটি তাঁকে বললেই কেবল সে জানতে পারে। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজম্যাগ জানিয়েছে, সুস্থ-স্বাভাবিক মানুষ সহজেই কাছেরমানুষের কাছে মানসিক চাপের কথা বলতে পারেন কিন্তু আলঝেইমার রোগীর ক্ষেত্রেমানসিক চাপে থাকার বিষয়টি জানানো সম্ভব হয় না। মানসিক চাপের মাত্রা জানতেলাফবার্গ বিশ্ববিদ্যালয় ও ইম্পিরিয়াল কলেজ লন্ডনের গবেষকেরা রাসায়নিকপরীক্ষা পদ্ধতি নিয়ে কাজ করছেন।
‘ব্রিদ রিচার্স’ সাময়িকীতে প্রকাশিতগবেষণা সংশ্লিষ্ট নিবন্ধে গবেষকেরা জানিয়েছেন, মানুষের শ্বাস নেওয়ারবিষয়টির ওপর তার চাপে থাকার বিষয়টি বোঝা যায়। তাই গবেষকেরা মানুষেরদীর্ঘশ্বাসকে রাসায়নিক পদ্ধতিতে বিশ্লেষণ করে মানসিক চাপ মাপার যন্ত্রতৈরির চেষ্টা করছেন।
৭ মার্চ/নিউজরুম