আবার বিরজু মহারাজের সাথে মাধুরী

0
183
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক: পুরোনো গুরু বিরজু মহারাজের সঙ্গে আবার কাজ করছেন মাধুরী দীক্ষিতশেষবারদুজন একসঙ্গে কাজ করেছিলেন দেবদাস ছবিতেআর নাচের সেই জাদুর কথা দর্শকঅনেক দিন মনে রাখবে
এবার দেধ ইশকিয়া ছবিতে মাধুরীর জন্য কোরিওগ্রাফিকরবেন বিরজু মহারাজগুণী এই কত্থকশিল্পী বলেছেন, মাধুরীর মতো ভালোনৃত্যশিল্পীদের সঙ্গে কাজ করাটা সব সময়ই আনন্দেরমাধুরী খুব দ্রুত নাচেরমুদ্রাগুলো তুলে ফেলেন
সম্প্রতি বিশ্বরূপ ছবিতে কমল হাসানের জন্যকোরিওগ্রাফি করেছেন বিরজু মহারাজদেধ ইশকিয়া পরিচালনা করছেন অভিষেক চৌবেবিদ্যা বালান, নাসিরউদ্দিন শাহ ও আরশাদ ওয়ার্সি অভিনীত দেধ ইশকিয়া ছবিরসিক্যুয়েল এটিআইএএনএস

 

মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন