৭ মার্চ, ২০১৩,উড়োজাহাজে চড়িয়ে ধূমকেতু দেখাবে জার্মানির একটি ভ্রমণ সংস্থা। এ জন্য টিকিট বিক্রি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। প্যান-এসটিএআরআরএস নামের একটি বিরল ধূমকেতু ১৬ মার্চ সৌরজগতের ভেতর দিয়ে অতিক্রম করবে। তখন এটি পৃথিবী থেকে ১০ কোটি মাইল দূরে অবস্থান করবে। রাতের আকাশে ধূমকেতুর ঔজ্জ্বল্য সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৯৭ সালে। সেই ধূমকেতুর নাম ছিল হেল-বপ। এর ১০ বছর পর সেভেনটিনপি/হোমস নামের একটি ধূমকেতু সংক্ষিপ্ত সময়ের জন্য দেখা গিয়েছিল।জার্মানির উড়োজাহাজ সংস্থা এয়ার বার্লিনের মুখপাত্র কার্স্টেন ফন ডেম হ্যাজেন বলেন, ১৪৪ আসনের একটি বোয়িং বিমান ভূপৃষ্ঠের ১১ হাজার মিটার উঁচুতে আঁকাবাঁকা ঘুরবে। সেখানে বাতাস তুলনামূলক হালকা ও স্বচ্ছ। ফলে সেখানে ধূমকেতুটি স্পষ্ট দেখা সম্ভব হবে। এ পর্যন্ত ৮৮টি টিকিট বিক্রি হয়েছে।যাত্রীদের সবাই জানালার পাশে আসন পেতে আগ্রহী। রয়টার্স।