ডেস্ক রিপোর্ট:শাহবাগগণজাগরণ মঞ্চের সমন্বয়ক, ব্লগার ও অনলাইন একটিভিস্ট নেট ওয়ার্কের আহবায়কইমরান এইচ সরকারের বিরুদ্ধে পতাকা বিধিমালা লঙ্ঘনের অভিযোগে পঞ্চগড়ে মামলাদায়ের করা হয়েছে। বুধবার পঞ্চগড়ের মুখ্য বিচারিক হাকিম আদালতে ইউনুস সেখনামের এক মুক্তিযোদ্ধার সন্তান বাদী হয়ে মামলাটি করেন।মামলায় ইমরানের বিরুদ্ধে বেআইনিভাবে জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ সালের ৪ এর (ঘ) এবং ৭ এর (২) ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয় ।
পঞ্চগড়েরভারপ্রাপ্ত মুখ্য বিচারিক হাকিম কৃষ্ণকান্ত রায় শুনানি শেষে মৌখিক আদেশেবাদীর আইনজীবীদের মামলাটি নিয়মিত আদালতে দায়েরের পরামর্শ দেন।
মামলারআরজিতে বলা হয়েছে, জাতীয় পত্রিকার মাধ্যমে বাদী জানতে পারেন, ইমরানজাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ লঙ্ঘন করে সরকারের কোনো প্রজ্ঞাপন ছাড়াই ২মার্চ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়িঘর, সব ধরনের যানবাহন, রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেলে জাতীয় পতাকাউত্তোলনের কর্মসূচি ঘোষণা করেন। তার ঘোষণা অনুযায়ী অনেক জায়গায় জাতীয়পতাকা উত্তোলন করা হয়। ইমরান নিজেও আইন অমান্য করে জাতীয় পতাকা উত্তোলনকরেন।গোলাম হাফিজ, রীনা পারভীন ও মির্জা নাজমুল ইসলাম কাজল বাদীপক্ষের হয়ে মামলা পরিচালনা করেন।
৬ মার্চ/নিউজরুম