ডেস্ক রিপোর্ট:বিএনপি’রসিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আনিত বিভিন্ন অভিযোগমিথ্যা দাবি করে এর প্রতিবাদে আগামীকাল ৭ মার্চ সারাদেশে ছাত্র গণজামায়েতকরার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।বুধবার দুপুরেনয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের ৬ষ্ঠ কারাবন্দী দিবসউপলক্ষে ছাত্রদল আয়োজিত এক সংবাদ সমে¥লনে সংগঠনের সভাপতি আব্দুল কাদেরভূঁইয়া জুয়েল এ কর্মসূচির ঘোষণা করেন।জুয়েল বলেন, তারেক রহমানকখনোই দুর্নীতি ও অনিয়ম করেন নি এবং তা প্রশ্রয় দেননি। তার বিরুদ্ধে যেসবঅভিযোগ আনা হয়েছে তা মিথ্যা, বনোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত দাবি করেতিনি বলেন, এসব অভিযোগ প্রত্যাহার করে নেওয়া নাহলে কঠোর আন্দোলন কর্মসূচিদেওয়া হবে।
ছাত্রদল সভাপতি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে শুধুআওয়ামী লীগ নেতারা নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মিথ্যাচার করছেন। তাইতারেক রহমান প্রধানমন্ত্রীকে উকিল নোটিশ দিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী তারজবাব দিতে সাহস পাননি।জুয়েল বলেন, তারেক রহমান সব সময় উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করেন। তাই দেশের উন্নয়নে নিজেকে নিবেদিত রেখেছেন।সংবাদসমে¥লনে ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, সিনিয়র সহ-সভাপতিবজলুল করিম চৌধুরী আবেদ, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক নাসির, সাংগঠনিক সম্পাদকরাজীব আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।
৬ মার্চ/নিউজরুম