ডেস্ক রিপোর্ট:আগামীশনিবার নয়া পল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সারাদেশে আওয়ামীসরকারের পুলিশ-র্যাব ও সশস্ত্র দলীয় ক্যাডার দ্বারা নিহত মানুষদের জন্যগায়েবানা জানাযা বাদ জোহরের পরিবর্তে বাদ আসর অনুষ্ঠিত হবে।বুধবার দুপুরে বিএনপি’র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এ কথা জানান।বিবৃতিসূত্র জানায়, গায়েবানা জানাযায় অংশগ্রহনের জন্য বিএনপি এবং এর অঙ্গ ওসহযোিগ সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণ উপস্থিত থকবে।
৬ মার্চ/নিউজরুম