এত ধৃষ্টতা ঠিক না-এরশাদ

0
307
Print Friendly, PDF & Email

ডেস্ক রিপোর্ট:জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীদের উদ্দেশে বলেছেন, এত ধৃষ্টতা ঠিক নাতাঁরা যা করছে, তা কিছুতেই গ্রহণযোগ্য নয়
আজ বুধবার দুপুরে রাজধানীর গুলশানের একটি মিলনায়তনে কয়েকজন আলেমের জাতীয় ওলামা পার্টিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এরশাদ এ কথা বলেন
এরশাদ বলেন, ‘দুঃখ হয় শাহবাগ চত্বরের কথা চিন্তা করেআমি তরুণ প্রজন্মের প্রশংসা করিকিন্তু তাঁরা যা করছে, তা কিছুতেই গ্রহণযোগ্য নয়মুক্তিযুদ্ধের প্রাক্কালে তদানীন্তন পূর্ব পাকিস্তানে বঙ্গবন্ধু ছিলেন নির্বাচিত ও অবিসংবাদিত নেতাতিনি যেটা নির্দেশ দিয়েছিলেন, বাংলার মানুষ রক্ত দিয়ে তা গ্রহণ করেছিলেনতোমরা কি বঙ্গবন্ধু হয়ে গেছ? তোমরা কি নির্বাচিত নেতা? তোমরা নির্দেশ দাও কীভাবে? এত ধৃষ্টতা ঠিক না
জাতীয় পার্টির ওলামা দলে যোগদানকারী আলেমরা এ সময় এরশাদকে ইসলাম ধর্ম রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানানজবাবে এরশাদ বলেন, ‘যারা ইসলামের বিরুদ্ধে, মহানবীর (সা.) বিরুদ্ধে কথা বলবেন, তাঁদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলামআমরা এ যুদ্ধে জয়ী হবই হব
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের জন্য অনেকেই রাতে টেলিভিশনের টক শোতে কথা বলছেনতিনি সরকারের উদ্দেশে বলেন, ‘সাহস থাকলে গণভোট দিনদেখবেন ৯০ ভাগের বেশি মানুষ রাষ্ট্রধর্ম ইসলাম রাখার পক্ষে কথা বলবেন
দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় এ দেশের প্রায় এক কোটি মানুষকে ভারত আশ্রয় দিয়েছিলআজ কেন সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে? এসব কারা করছে? এটি কি রাজনৈতিক কৌশল, নাকি দেশে সংঘাত তৈরির কোনো চক্রান্ত?’ তিনি প্রধানমন্ত্রীকে তা খুঁজে বের করার আহ্বান জানান

 

৬ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন