ডেস্ক রিপোর্ট:বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে ‘সন্ত্রাসী উত্পাদনের ক্ষেত্র’ বলে উল্লেখ করা অভিযোগের সত্যতা যাচাইয়ে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
আদেশে বলা হয়েছে, ব্লগার আসিফ মহিউদ্দিনের ওপর নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা হামলা চালিয়েছেন বলে পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে।তবে হামলাকরীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং তাদের গ্রেপ্তারও করা হয়নি। এর পর প্রকাশিত প্রতিবেদনের অভিযোগ—বিশ্ববিদ্যালয়টি সন্ত্রাসী উত্পাদনের ক্ষেত্র। এই দুই অভিযোগের সত্যতা যাচাই ও ব্যবস্থা গ্রহণের কেন নির্দেশ দেওয়া হবে না এ মর্মে রুল জারি করা হয়।
স্বরাষ্ট্রসচিব, শিক্ষাসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ট্রাস্টিদের ১৫ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে এসব অভিযোগ তদন্ত করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বিবাদীদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া আসিফ মহিউদ্দিনের ওপর হামলার পর কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তাও জানতে চেয়েছেন আদালত।
আদালতের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি ১২ মার্চ জানাতে বলা হয়েছে।
৬ মার্চ/নিউজরুম