চতুর্থবারের মতো শীর্ষ ধনী স্লিম

0
120
Print Friendly, PDF & Email

ডেস্ক রিপোর্ট:টানাচতুর্থবারের মতো কার্লোস স্লিম এবারও বিশ্বের শীর্ষ ধনীর স্থান ধরেরেখেছেনমেক্সিকোর ধনকুবের কার্লোস স্লিম এবারও বিশ্বের শীর্ষ ধনীনির্বাচিত হলেন ফোবর্স ম্যাগাজিনে প্রকাশিত তালিকায় সারা বিশ্বেরধনীদের মাঝে ল্যাটিন আমেরিকার টেলিকম কোম্পানি আমেরিকা মোভিল ও শিল্পপ্রতিষ্ঠান গ্রুপ কার্সোর নিয়ন্ত্রক কার্লোস স্লিমের নাম সবার উপরেরয়েছেফোর্বসের মতে,ধনকুবেরের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রেমোট ৪শ৪২ জনএরপর চীনে রয়েছে ১শ২২ জন, রাশিয়ায় রয়েছে ১শ ১০ জন ওজার্মানীতে ৫৮ জননারী ধনকুবেরের সংখ্যা একলাফে ৩৪ থেকে ১শ৩৮ এদাঁড়িয়েছেএশিয়ায় শীর্ষ ধনী হয়েছেন লি কা-শিংতিনি হংকংয়ের চেয়াংকং ও হাটকিসন হোয়ামপোয়ার প্রধানফোর্বস তালিকায় তার অবস্থান অষ্টমতারসম্পদের পরিমাণ ৩ হাজার ১শকোটি মার্কিন ডলার
ফোর্বস ম্যাগাজিনের হিসাব অনুযায়ী, স্লিমের সম্পদের পরিমাণ ৭ হাজার ৩শকোটি মার্কিন ডলার যা গত বছরের তুলনায় ৪শকোটি ডলারের বেশিতালিকায় স্লিমের পরেই আছেন মাইক্রোসফট চেয়ারম্যান বিল গেটসতার সম্পদের পরিমাণ ৬ হাজার ৭শকোটি মার্কিন ডলারমার্কিনবিনিয়োগকারী প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান ওয়ারেন বাফেট তৃতীয়স্থান থেকে চতুর্থ স্থানে নেমে গেছেনতার সম্পদের পরিমাণ ৫ হাজার ৩শকোটি ডলারআর তৃতীয় স্থানটি দখল করেছেন জারা ফ্যাশন চেইনের আমানিকোওর্তেগাতার সম্পদের পরিমাণ ৫ হাজার ৭শকোটি মার্কিন ডলার
যুক্তরাষ্ট্রেরপ্রযুক্তি বিষয়ক কোম্পানি ওরাকলের ল্যারি এলিসন তালিকায় পঞ্চম স্থানেরয়েছেনতার সম্পদের পরিমাণ ৪ হাজার ৩শকোটি ডলারফোর্বসের তালিকায়এবার ১ হাজার ৪শ২৬ ধনকুবেরের নাম স্থান পেয়েছেতালিকায় এবার ২শ১০ নতুনমুখ এসেছেতাদের মোট সম্পদের পরিমাণ ৫ দশমিক ৪ ট্রিলিয়ন মার্কিন ডলারগুগলেরল্যারি পেজ ও সার্গই ব্রেইন যথাক্রমে ২০ ও ২১তম স্থানে রয়েছেনতাদেরসম্পদের পরিমাণ যথাক্রমে ২ হাজার ৩শকোটি ও ২ হাজার ২শ৮ কোটি ডলার
ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি ২২তম স্থানে রয়েছেনতার সম্পদের পরিমাণ ২ হাজার ১শ৫ কোটি ডলারআম্বানি একইসাথে ভারতেরও শীর্ষ ধনীফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ রয়েছেন ৬৬ তম স্থানেতার সম্পদের পরিমাণ ১ হাজার ৩শ৩ কোটি ডলারউল্লেখ্য ফোর্বস প্রতিবছর বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করে থাকে

 

৬ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন