ডেস্ক রিপোর্ট:টানাচতুর্থবারের মতো কার্লোস স্লিম এবারও বিশ্বের শীর্ষ ধনীর স্থান ধরেরেখেছেন। মেক্সিকোর ধনকুবের কার্লোস স্লিম এবারও বিশ্বের শীর্ষ ধনীনির্বাচিত হলেন ।ফোবর্স ম্যাগাজিনে প্রকাশিত তালিকায় সারা বিশ্বেরধনীদের মাঝে ল্যাটিন আমেরিকার টেলিকম কোম্পানি আমেরিকা মোভিল ও শিল্পপ্রতিষ্ঠান গ্রুপ কার্সোর নিয়ন্ত্রক কার্লোস স্লিমের নাম সবার উপরেরয়েছে।ফোর্বসের মতে,ধনকুবেরের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে –মোট ৪শ’ ৪২ জন। এরপর চীনে রয়েছে ১শ’ ২২ জন, রাশিয়ায় রয়েছে ১শ ১০ জন ওজার্মানীতে ৫৮ জন। নারী ধনকুবেরের সংখ্যা একলাফে ৩৪ থেকে ১শ’ ৩৮ এদাঁড়িয়েছে।এশিয়ায় শীর্ষ ধনী হয়েছেন লি কা-শিং। তিনি হংকংয়ের চেয়াংকং ও হাটকিসন হোয়ামপোয়ার প্রধান। ফোর্বস তালিকায় তার অবস্থান অষ্টম। তারসম্পদের পরিমাণ ৩ হাজার ১শ’ কোটি মার্কিন ডলার।
ফোর্বস ম্যাগাজিনের হিসাব অনুযায়ী, স্লিমের সম্পদের পরিমাণ ৭ হাজার ৩শ’ কোটি মার্কিন ডলার যা গত বছরের তুলনায় ৪শ’ কোটি ডলারের বেশি।তালিকায় স্লিমের পরেই আছেন মাইক্রোসফট চেয়ারম্যান বিল গেটস। তার সম্পদের পরিমাণ ৬ হাজার ৭শ’ কোটি মার্কিন ডলার।মার্কিনবিনিয়োগকারী প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান ওয়ারেন বাফেট তৃতীয়স্থান থেকে চতুর্থ স্থানে নেমে গেছেন। তার সম্পদের পরিমাণ ৫ হাজার ৩শ’ ৫কোটি ডলার। আর তৃতীয় স্থানটি দখল করেছেন জারা ফ্যাশন চেইনের আমানিকোওর্তেগা। তার সম্পদের পরিমাণ ৫ হাজার ৭শ’ কোটি মার্কিন ডলার।
যুক্তরাষ্ট্রেরপ্রযুক্তি বিষয়ক কোম্পানি ওরাকলের ল্যারি এলিসন তালিকায় পঞ্চম স্থানেরয়েছেন। তার সম্পদের পরিমাণ ৪ হাজার ৩শ’ কোটি ডলার।ফোর্বসের তালিকায়এবার ১ হাজার ৪শ’ ২৬ ধনকুবেরের নাম স্থান পেয়েছে। তালিকায় এবার ২শ’ ১০ নতুনমুখ এসেছে। তাদের মোট সম্পদের পরিমাণ ৫ দশমিক ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার।গুগলেরল্যারি পেজ ও সার্গই ব্রেইন যথাক্রমে ২০ ও ২১তম স্থানে রয়েছেন। তাদেরসম্পদের পরিমাণ যথাক্রমে ২ হাজার ৩শ’ কোটি ও ২ হাজার ২শ’ ৮ কোটি ডলার।
ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি ২২তম স্থানে রয়েছেন। তার সম্পদের পরিমাণ ২ হাজার ১শ’ ৫ কোটি ডলার। আম্বানি একইসাথে ভারতেরও শীর্ষ ধনী।ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ রয়েছেন ৬৬ তম স্থানে। তার সম্পদের পরিমাণ ১ হাজার ৩শ’ ৩ কোটি ডলার।উল্লেখ্য ফোর্বস প্রতিবছর বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করে থাকে।
৬ মার্চ/নিউজরুম