ডেস্ক রিপোর্ট:আদালত ‘অবমাননার’ অভিযোগে জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলামখানসহ ৩ শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিকঅপরাধ ট্রাইব্যুনাল-২।বুধবার চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানেরনেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ওই ৩ নেতাকে আগামী ২১মার্চের মধ্যে হাজির করতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ দেয়।জামায়াতেরএই তিন নেতা হলো, দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কক্সবাজারের সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ ও ঢাকা মহানগরী সহকারিসেক্রেটারি সেলিম উদ্দিন।ট্রাইব্যুনাল নিয়ে করা কটুক্তির জবাবদিতে বারবার সময় দেওয়া সেত্বেও আদালতে হাজির না হওয়ায় ট্রাইব্যুনাল এআদেশ দিলো। ট্রাইব্যুনালে বিচারাধীন বিষয় নিয়ে বক্তব্য দেওয়ায় জামায়াতের ওই৩ নেতাকে বুধবার সশরীরে ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলাহয়েছিল। কিন্তু তারা হাজির না হওয়ায় এ আদেশ দেন চেয়ারম্যান বিচারপতিওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল। গত রোববারট্রাইব্যুনাল তাদের আইনজীবীদের আবেদনের ভিত্তিতে ৪র্থ ও শেষবারের মতো ৩জামায়াত নেতাকে হাজির হওয়ার জন্য সময় বাড়িয়ে বুধবার দিন ধার্য করেছিলেনট্রাইব্যুনাল। অন্যথায় তাদের ও আইনজীবীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াহবে বলে জানিয়ে ছিলেন ট্রাইব্যুনাল।
৬ মার্চ/নিউজরুম