ডেস্ক রিপোর্ট:শহরেরর প্রাণকেন্দ্র কুষ্টিয়া পৌরসভার সম্মুখে দু’জন মটরবাইক আরোহী দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে গুলি করে পালিয়ে যায়।বুধবারসকাল সাড়ে ৯ টায় কুষ্টিয়া পৌরসভার সম্মুখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেকপ্রো-ভিসি ড. কামাল উদ্দিন ক্যাম্পাসে যাওয়ার উদ্দেশ্যে সেখানে দাঁড়িয়েবাসের জন্য অপেক্ষা করছিলেন, এ সময় দূর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে পিস্তলবের করে পর পর দুটি গুলি ছুড়ে পালিয়ে যায়।তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ড. কামাল উদ্দিন প্রাণে বেঁচে যান বলে তিনি গণমাধ্যম কর্মীদের জানান।
তিনিআরো জানান, এ ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের চিনতে না পারলেও তিনি মনে করেনকর্মস্থলে কোনো কারণে সংক্ষুদ্ধ কারো যোগসূত্র বা রাজনৈতিক প্রতিপক্ষেরসংশ্লিষ্টতা তাকতে পারে। এ বিষয়ে আইনী প্রতিকার ও ন্যায় বিচার চেয়ে থানায়সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়ের করবেন।এ বিষয়ে ঘটনাস্থলপরিদর্শনে এসে কুষ্টিয়া পুলিশ সুপাার মফিজ উদ্দিন আহমেদ জানান, এ ঘটনায়পুলিশ তদন্ত করে সত্যতা যাচায়ের ভিত্তিতে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করবে।ঘটনার শিকার ই্সলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক প্রো- ভিসি ড. কামালউদ্দিন বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। খুব শীঘ্রই দোষীদের খুঁজেবের করে আইনের আওতায় আনা হবে। ঘটনাস্থল থেকে দুটি ব্যবহৃত গুলির খোসাউদ্ধার করেছে পুলিশ।
উল্লেখ্য, প্রায় এক বছরকাল ধরে কুষ্টিয়া ইসলামীবিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য সংক্রান্তব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী কর্মকর্তা ও শিক্ষার্থীদের মধ্যেবিক্ষোভ সৃষ্টি হয় এবং লাগাতার আন্দোলনের মুখে এই প্রো-ভিসি ড. কামালউদ্দিনসহ উপাচার্য, রেজিস্টার ও কোষাধ্যক্ষ পদত্যাগ করতে বাধ্য হয়।নামপ্রকাশে অনিচ্ছুক ক্যাম্পাসের একাধিক নির্ভর যোগ্য সূত্রের দাবি, নিয়োগবাণিজ্য ও ভর্তি বাণিজ্যের দুর্নীতির শিকার অসংখ্য সংক্ষুদ্ধ পক্ষ রয়েছে, যাদের দ্বারা এ ধরণের ঘটনা ঘটে থাকতে পারে।
৬ মার্চ/নিউজরুম