প্রেসিডেন্ট হুগো চাভেজ মারা গেছেন

0
130
Print Friendly, PDF & Email

আর্ন্তজাতিক ডেস্ক: ভেনেজুয়েলার বিপ্লবী নেতা ও প্রেসিডেন্ট হুগো চাভেজ (৫৮) মারা গেছেনপ্রায় দুই বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে অবশেষে গতকাল মঙ্গলবার তাঁরজীবনাবসান হয়গতকাল টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে এইনেতার মৃত্যুসংবাদ জানান দেশটির ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরোআজ বুধবারবার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়
চাভেজের মৃত্যুতেদেশটিতে এক সপ্তাহের শোক ঘোষণা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এলিয়াস হোসেহাওয়া মিলানোআগামী শুক্রবার চাভেজের অন্ত্যেষ্টিক্রিয়া হবে
২০১১সালের মধ্যভাগে চাভেজের দেহে ক্যানসার ধরা পড়েচতুর্থবারের মতোঅস্ত্রোপচারের জন্য তিনি গত বছরের ১১ ডিসেম্বর কিউবার হাভানায় যানকিউবায় ক্যানসারের চিকিত্সা শেষে গত মাসে দেশে ফেরেন চাভেজতিনি রাজধানীকারাকাসের সামরিক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল স্থানীয় সময়বিকেল চারটা ২৫ মিনিটে মৃত্যুবরণ করেন
জাতির উদ্দেশে দেওয়া ভাষণেকান্নাজড়িত কণ্ঠে নিকোলা মাদুরো বলেন, ‘এটি আমাদের জন্য এক গভীর বেদনারক্ষণতিনি বলেন, ‘তাঁর কর্মকাণ্ড আর পতাকা মর্যাদার সঙ্গে উত্তোলিতথাকবেহে নেতা, তোমাকে ধন্যবাদতোমাকে অশেষ ধন্যবাদ জানাই সেই সব মানুষেরপক্ষ থেকে, যাদের তুমি রক্ষা করেছিলে
চাভেজের মৃত্যুর খবর শোনার পররাস্তায় নেমে আসেন তাঁর ভক্ত-সমর্থকেরাতাঁরা কেঁদে কেঁদে বলতে থাকেন, ‘চাভেজ বেঁচে আছেন’, ‘আমরাই চাভেজ
কংগ্রেসপ্রধান দিওসদাদো ক্যাবেলো বলেন, ‘কেউ মনে করবেন না যে চাভেজ চলে গেছেনতিনি সব সময় আমাদের সঙ্গে থাকবেন
৫৮বছর বয়সী হুগো চাভেজ লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ১৪ বছররাষ্ট্রক্ষমতায় ছিলেন২০১২ সালের অক্টোবরে তিনি আরও ছয় বছরের জন্যনির্বাচিত হনতাঁর মৃত্যুর পর এখন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টেরদায়িত্ব পালন করবেন ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরোদেশটির সংবিধানঅনুযায়ী আগামী ৩০ দিনের মধ্যে সেখানে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে
প্রেসিডেন্ট হুগো চাভেজের মৃত্যুতে জাতিসংঘের মহাসচিব বান কি মুনসহ বিশ্বনেতারা গভীর শোক প্রকাশ করেছেন

 

৬ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন