শিক্ষা ডেস্ক: ঝিনাইদহ সদর উপজেলার কুতুবপুর-উত্তর ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কর্তৃপক্ষ প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া ৪২টি শিশুকে ফুলের মালা গলায় পরিয়েবরণ করে নিয়েছে; পাশাপাশি তাদের হাতে তুলে দিয়েছে খাতা-কলম।
শিশুদেরউৎসাহ দিতে পঞ্চমবারের মতো গত সোমবার ওই বিদ্যালয় প্রাঙ্গণে ব্যতিক্রমী এশিশুবরণ অনুষ্ঠানের আয়োজন করা হলো। নতুনদের বরণ করার পাশাপাশি বিদ্যালয়কর্তৃপক্ষ পুরোনো মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করে।
বিদ্যালয়ের শিক্ষকশহিদুল ইসলাম জানান, তাঁদের বিদ্যালয়টি পাড়াগাঁয়ে অবস্থিত। এখানকার শিশুরাস্কুলে ভর্তি হতে চায় না। তাদের উৎসাহিত করতে বিদ্যালয় পরিচালনা কমিটি ওশিক্ষকেরা মিলে পাঁচ বছর ধরে এই শিশুবরণ অনুষ্ঠান করে আসছেন।
বিদ্যালয়েবর্তমানে ১৮০টি শিশু পড়ালেখা করছে। চলতি বছর বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে৪২টি শিশু ভর্তি হয়েছে। শিশুবরণ অনুষ্ঠান করার পর থেকে বিদ্যালয়ে শিশুদেরভর্তির সংখ্যা বেড়েছে বলে জানান তিনি।
শিশুবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেনবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মঈন উদ্দিন। বক্তব্য দেন প্রধান শিক্ষকনজরুল ইসলাম, অভিভাবক আবু জাফর, রফিকুল ইসলাম, ওলিউর রহমান, আরিফুর রহমানপ্রমুখ।
৬ মার্চ/নিউজরুম