স্কেচ করার হোয়াইটবোর্ড

0
215
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: শীর্ষ সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট এবার বাজারে নিয়ে আসছেস্বয়ংক্রিয়ভাবে স্কেচ করার হোয়াইটবোর্ডসম্প্রতি এ তথ্য জানানো হয়হোয়াইটবোর্ডটির সাহায্যে আঁকাআঁকি করা যাবে
মূলত গবেষকদের কথা মাথায়রেখে তৈরি করা হয়েছে হোয়াইটবোর্ডটিবিভিন্ন ধরনের লেখচিত্র তৈরিসহপ্রদর্শনের ক্ষেত্রে এটি সাহায্য করবেএর আগে মাইক্রোসফট টেকফেস্টনামকঅনুষ্ঠানে এমনই একটি হোয়াইটবোর্ড দেখিয়েছিলস্বয়ংক্রিয়ভাবে স্কেচতৈরির ক্ষেত্রে কীভাবে এ হোয়াইটবোর্ডটি কাজ করবে, সেটিও দেখানো হয়েছিলটেকফেস্টেমাইক্রোসফটের অফিস স্যুটের পাওয়ারপয়েন্টের মতোই তৈরি হয়েছেহোয়াইটবোর্ডটিএতে পাওয়ারপয়েন্টের মতো ডায়াগ্রাম আঁকা সেটি প্রদর্শনকরার কাজটি সহজেই করা যাবেএতে তথ্য দিলে সেটি স্বয়ংক্রিয়ভাবে নানাধরনের স্কেচ তৈরি করে দেখাতে পারবে
মাইক্রোসফট গবেষণার মুখপাত্র কেভিনকুর্টজ বলেন, ‘আমরা ব্যবহারকারীদের কাজে লাগে এবং উপকারী এমন পণ্যসেবা দিতেচাইপ্রযুক্তির সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন ধরনের সুবিধা দেওয়ার অংশহিসেবেই তৈরি হচ্ছে বিভিন্ন পণ্য
গবেষণার অংশ হিসেবে তৈরি হওয়াহোয়াইটবোর্ড তৈরির কাজটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেজানিয়েছেন মাইক্রোসফটের গবেষকেরাতবে এ ধরনের হোয়াইটবোর্ডের বেশ চাহিদাআছে বলেও জানিয়েছেন তাঁরানানা ধরনের পণ্য তৈরির গবেষণার ক্ষেত্রেবর্তমানে বেশি মনোযোগ দিয়েছে মাইক্রোসফটগত বছর গবেষণা এবং উন্নয়ন খাতেইপ্রতিষ্ঠানটি খরচ করেছে ৯৮০ কোটি ডলারএকই সময় স্যামসাং ইলেকট্রনিকস একহাজার ৫০ কোটি ডলার, অ্যাপল ৩৪০ কোটি ডলার, সনি ৪৬০ কোটি ডলার এবং গুগল ৬৮০কোটি ডলার খরচ করেছে গবেষণা ও উন্নয়ন

 

৬ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন