ইন্টারমেট্রিক্স-ইউ৭

0
196
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠান ক্যানোনিকাল ইন্টারমেট্রিক্স-ইউ৭ নামেরউবুন্টু অপারেটিং সিস্টেমচালিত ট্যাবলেট কম্পিউটার বাজারে ছাড়ার ঘোষণাদিয়েছেএই প্রতিষ্ঠানই সর্বপ্রথম উবুন্টু ট্যাবলেট বাজারে আনতে যাচ্ছেক্রেতারা আগামী অক্টোবরে চাহিদা জানাতে পারবেন বলে জানা গেছে
এইট্যাবলেট বাজারজাত করা প্রসঙ্গে ক্যানোনিকালের পক্ষ থেকে কিছু জানানোহয়নিতবে আগে জানানো হয়েছিল যে ২০১৪-এর বসন্তের সময় উবুন্টু অপারেটিংসিস্টেমের ট্যাবলেট সংস্করণ অবমুক্ত করা হতে পারেযদিও উবুন্টু অপারেটিংসিস্টেমের টাচ ইন্টারফেস তৈরির কাজ অনেকটাই এগিয়ে রয়েছে
প্রাথমিকভাবেএই ট্যাবলেটির দাম হতে পারে ২৯৯ ডলারযদিও চুক্তির নীতিমালায় উল্লেখ করাহয়েছে যে এই পণ্যের উপাদন এখনো শুরু করা হয়নি এবং উপাদনের তারিখপেছাতে পারে
পাদন শুরুর আগে ট্যাবলেট কম্পিউটারের বৈশিষ্ট্যও পরিবর্তন হতে পারেসে কারণে পণ্যটির দামেও কিছুটা পরিবর্তন আসতে পারে
টাচস্ক্রিনপ্রযুক্তির উপযোগী সব বৈশিষ্ট্য এবং মান উন্নয়ন সম্পন্ন হওয়ার অনেক আগেইএ ধরনের ট্যাবলেট বাজারজাত করার ঘোষণা আসায় অনেকেই এই বিষয়ে নিশ্চিত হতেপারছেন না
এই ট্যাবলেটে থাকতে পারে ১.৫ গিগাহার্জ কোয়াড-কোর কর্টেক্সএ৯ প্রসেসর, কোয়াড কোর ভিভ্যান্ট জিসি১০০০+ জিপিইউ, ১ গিগাবাইট মেমোরি, ১৬ গিগাবাইট ফ্ল্যাশ ড্রাইভ, ৭ ইঞ্চির পর্দা ইত্যাদি

 

মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন