স্কাইফল ছবির মান রেখেছেন অ্যাডেলে

0
144
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক: স্কাইফল ছবির মান রেখেছেন অ্যাডেলেবুঝতেই পারছেন, অস্কার প্রসঙ্গে বলাহচ্ছেজিরো জিরো সেভেনসিরিজের সর্বশেষ ছবি স্কাইফল-এ অ্যাডেলের গাওয়াথিম সংটি জিতেছে অস্কার সম্মাননাতাই জেমস বন্ডসিরিজের প্রযোজকেরাচাইছেন, এই সিরিজের সামনের ছবিতেও গাইবেন এই তারকাপ্রযোজকদের কাছের একসূত্র জানায়, গানটির জনপ্রিয়তা দেখে মুগ্ধ প্রযোজকেরাতাঁরা আশা করছেন, পরবর্তী ছবিটিতেও অ্যাডেলে গাইবেন এবং সাফল্য নিয়ে আসবেনতাঁরা চাইছেন, ড্যাম শার্লির প্রতিশব্দ হোক অ্যাডেলে

উল্লেখ্য, ১৯৬৪ সালে বন্ডসিরিজের গোল্ডফিঙ্গার, ১৯৭২ সালে ডায়মন্ডস আর ফরএভার এবং ১৯৭৯ সালেমুনর‌্যাকার ছবিগুলোর থিম সং গেয়েছিলেন শার্লিআর জিতে নিয়েছিলেনঅস্কারপিটিআই

 

৬ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন