বিনোদন ডেস্ক: স্কাইফল ছবির মান রেখেছেন অ্যাডেলে। বুঝতেই পারছেন, অস্কার প্রসঙ্গে বলাহচ্ছে। ‘জিরো জিরো সেভেন’ সিরিজের সর্বশেষ ছবি স্কাইফল-এ অ্যাডেলের গাওয়াথিম সংটি জিতেছে অস্কার সম্মাননা। তাই ‘জেমস বন্ড’ সিরিজের প্রযোজকেরাচাইছেন, এই সিরিজের সামনের ছবিতেও গাইবেন এই তারকা। প্রযোজকদের কাছের একসূত্র জানায়, গানটির জনপ্রিয়তা দেখে মুগ্ধ প্রযোজকেরা। তাঁরা আশা করছেন, পরবর্তী ছবিটিতেও অ্যাডেলে গাইবেন এবং সাফল্য নিয়ে আসবেন। তাঁরা চাইছেন, ড্যাম শার্লির প্রতিশব্দ হোক অ্যাডেলে।
উল্লেখ্য, ১৯৬৪ সালে বন্ডসিরিজের গোল্ডফিঙ্গার, ১৯৭২ সালে ডায়মন্ডস আর ফরএভার এবং ১৯৭৯ সালেমুনর্যাকার ছবিগুলোর থিম সং গেয়েছিলেন শার্লি। আর জিতে নিয়েছিলেনঅস্কার। পিটিআই।
৬ মার্চ/নিউজরুম