এখন আমার হাতে দুটি চলচ্চিত্র

0
182
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক: মৌসুমী নাগ, ‘অগ্নিপথধারাবাহিকের ২০০তম পর্ব প্রচারিত হয়েছে ৩ মার্চআপনি এই নাটকের প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন২০০ পেরিয়ে আপনারপ্রতিক্রিয়া কী?
আমি খুবই আনন্দিত, অভিভূত! নাটকটি দর্শকপ্রিয়তাপেয়েছে বলেই ২০০ পর্ব পেরোনো সম্ভব হয়েছেআশা করা যায়, এটি ৫০০ পর্বছাড়িয়ে যাবেএ সুযোগে এই নাটকের পরিচালক রিপন নবী ও কলাকুশলীদের ধন্যবাদজানাই
অগ্নিপথছাড়া আর কোনো নাটক বা ধারাবাহিকে অভিনয় করছেন?
আসলেডেইলি সোপ বা মেগা সিরিয়ালে কাজ করলে হাতে একেবারেই সময় থাকে নাএরমধ্যেও একটি বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করলামতার পরে যেটুকু সময় পাই, তাব্যয় করছি চলচ্চিত্রের শুটিংয়ে
তাই নাকি? কোন চলচ্চিত্রে অভিনয় করছেন?
এখনআমার হাতে দুটি চলচ্চিত্রবিপ্লব রায়হান পরিচালিত ফিল্ম মাই লাভচলচ্চিত্রে ফেরদৌসের বিপরীতে অভিনয় করছিএই ছবির কাজ প্রায় শেষআরকয়েকটি গানের চিত্রায়ণ বাকি আছে মাত্র
আর দ্বিতীয়টি?
তন্ময়তানসেনের পরিচালনায় রান আউট চলচ্চিত্রে সজলের বিপরীতে অভিনয় করছিছবিটিরকাজ কেবল শুরু হয়েছেএখন পর্যন্ত সাত দিন শুটিং হয়েছে
আপনার চলচ্চিত্র নিয়ে আপনি কতটা আশাবাদী?
আশা করছি, দুটি চলচ্চিত্রই মধ্যবিত্ত দর্শকের ভালো লাগবে
চলচ্চিত্রের ব্যস্ততায় নাটককে কি গুডবাই জানাবেন?
না, তা নয়, আমি দুই মাধ্যমেই কাজ করে যেতে চাইতবে সব সময়ই আমার লক্ষ্য থাকবে ভালো চরিত্রে কাজ করা

 

৬ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন