বিনোদন ডেস্ক: নৃত্যশিল্পী, মডেল ও অভিনয়শিল্পী ফারজানা রিয়া আবারও বিয়ে করছেন। বর নামইভান চৌধুরী পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী। চাকরি করছেন যুক্তরাষ্ট্রেরভার্জিনিয়ার একটি প্রতিষ্ঠানে। আগামীকাল বৃহস্পতিবার রিয়ার ইস্কাটনেরবাসায় ইভানের সঙ্গে রিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এতে উভয়পরিবারের ঘনিষ্ঠজনরাই উপস্থিত থাকবেন বলে জানান রিয়া।
প্রথম আলোডটকমকে আজ বুধবার সকালে রিয়া জানিয়েছেন, ‘আমার প্রথম বর মিনহাজের সঙ্গেবোঝাপড়ায় কিছুটা সমস্যা হচ্ছিল। কোনোভাবেই এর সমাধান হচ্ছিল না। গত একবছর ধরে আমরা দুজন আলাদা থাকছিলাম। এরপর এ বছরের জানুয়ারি মাসেআনুষ্ঠানিকভাবে দুজনের সম্পর্কের ইতি ঘটেছে।
ইভানের সঙ্গে বিয়েপ্রসঙ্গে রিয়া বললেন, ইভানের সঙ্গে বিয়ের ব্যাপারটি পুরোপুরিভাবে আমারপরিবার থেকে ঠিক করা হয়েছে। তাছাড়া ইভানের খালা (নৃত্যশিল্পী রহিজা খানমঝুনু) ও আমাদের পরিবারের সম্পর্কটা দীর্ঘদিনের। আমি সবার কাছে শুধু দোয়াচাই, যেন আমরা ভালোভাবে থাকতে পারি।
উল্লেখ্য, ২০০৮ সালে মিনহাজ নামের একজন বৈমানিককে বিয়ে করেছিলেন রিয়া।
৬ মার্চ/নিউজরুম