স্পোর্টস ডেস্ক: মাত্র ১৫ বছর ৯ মাস বয়সে জিতেছিলেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম।সবচেয়ে কম বয়সে গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ডটা অটুট এখনো। এবার আরেকটিমণিহার গলায় পরলেন পাঁচবারের গ্র্যান্ড স্লামজয়ী মার্টিনা হিঙ্গিস।আন্তর্জাতিক টেনিসের হল অব ফেমে ঠাঁই করে নিয়েছেন এই সুইস।
হিঙ্গিসঅবশ্য একাই নন, সম্মানটা পেয়েছেন আরও চারজন। অস্ট্রেলিয়ান কিংবদন্তি থেলমাকয়েন লং ও রুমানিয়ার আয়ন টিরিয়াচ ছাড়াও এটিপির দুই প্রতিষ্ঠাতা ক্লিফড্রাইসডেল ও চার্লি প্যাসারেলও যোগ দিয়েছেন অভিজাত এই ক্লাবে। এমন সম্মানপেয়ে হিঙ্গিস আপ্লুত, ‘টেনিসের হল অব ফেমে জায়গা করে নিতে পারাটা আসলেইবিরাট একটা সম্মান। টেনিস আইকনদের এমন একটা ক্লাবে ঢোকাটা দারুণ একটাব্যাপার।’ এএফপি।
৬ মার্চ/নিউজরুম