শাহবাগের নাটক আদালত অবমাননার শামিল- রফিকুল

0
123
Print Friendly, PDF & Email

ডেস্ক রিপোর্ট:বর্তমান সরকারের সকল দুর্নীতি ও ব্যর্থতা আড়াল করতেই শাহবাগে পরিকল্পিতনাটক মঞ্চস্থ করা হচ্ছে বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ওজাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ামঙ্গলবার সুপ্রিম কোর্টের দক্ষিণ হলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত হরতাল সমর্থনে বিক্ষোভপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেনরফিকুল বলেন, সরকার গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের মাধ্যমে টিয়ারশেল নিক্ষেপএবং জীবন বাঁচানোর কোনো সুযোগ না দিয়েই সরাসরি গুলি করে নির্বিচারে মানুষহত্যা করছেদেশের বর্তমান পরিস্থিতিতে শঙ্কা ও উদ্বেগ জানিয়ে সবাইকে গণতন্ত্র রক্ষার জন্য বলিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি
প্রধান বিচারপতিকে সম্বোধন করে রফিকুল বলেন, হাই কোর্টের কোনো রায়প্রত্যাখ্যান করে আমরা আদালত প্রাঙ্গনে মিছিল করলে আপনি নিশ্চয় আমাদেরবিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে মামলা করবেনঅথচ শাহবাগে তাই করাহচ্ছে
বিচারপতি এএইচ এম শামসুদ্দিন চৌধুরিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আদালতসম্পর্কে কোনো অমর্যাদাকর বিষয় দেখলে আপনি তার বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়েরুল জারি করেনঅথচ শাহবাগীরা আদালতের রায়কে প্রত্যাখ্যান করে ফাঁসি চায়বলে স্লোগান দিচ্ছে, যা আদালত অবমাননার শামিলআপনি এখন কোনো রুল জারিকরছেন না কেন?
শাহবাগের আন্দোলন সম্পর্কে প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা বক্তব্য দিয়ে বিচারবিভাগের ওপর হস্তক্ষেপ করেছে কিনা- প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের সকলবিচারপতির কাছে তা জানতে চান সিনিয়র এই আইনজীবী
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, শাহবাগে সরকার বিশেষভাবে খাওয়া ও ঘুমানোর ব্যবস্থা করছেএটা কোনো আন্দোলননয়
সমাবেশে সভাপতির বক্তব্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুলআবেদীন বলেন, পুলিশ গ্রামে গ্রামে ঢুকে ঘর থেকে বের করে নিয়ে গুলি করেমানুষ হত্যা করছেদেশে কোনো মানবাধিকার নেই
তিনি বলেন, ১৯৭৫ সালে শেখ মুজিবকে হত্যার পর দেশের কোনো মানুষ কাঁদেনি, এই কারণেই সরকার আজ এ নিকৃষ্ট গণহত্যা চালাচ্ছেজয়নুল বলেন, সত্য প্রকাশ করায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকেরবিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা সকল মিডিয়ার জন্য হুমকি স্বরূপএজন্যদেশের সকল মিডিয়াকে সাহসী ভূমিকা পালন করতে হবে
হাইকোর্টের বিচারপতি মিজানুর রহমানকে বরখাস্ত এবং মাহমুদুর রহমানকেগ্রেপ্তার করা হলে দেশের সচেতন মানুষ ও আইনজীবীকে সাথে নিয়ে দুর্বারআন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি

 

৫ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন