ডেস্ক রিপোর্ট:হরতালেমাল আনতে পারতাছিনা তাই দামটা ইকটু বাইরা গেছে….’ কাওরান বাজারে কাচাবাজার নিয়ে বসা এক বিক্রেতা এভাবেই বললেন তার আপারগতার কথা।জামায়ত-ইসলাম ও বিএনপির ডাকা তিন দিন ব্যাপী হরতালে আজ ছিল তৃতীয় দিন । হরতালেরকারনে ঢাকার বাহিরের সাথে যান চলাচল বন্ধ থাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যেরদাম বৃদ্ধি পাচ্ছে।
দেশের বাহিরের বিভিন্ন অঞ্চল থেকে কাচাঁমাল সরবরাহ বন্ধ থাকায় ঢাকার বিভিন্ন স্থানে কাচামালের দাম বৃদ্ধি পেয়েছে।
আলুপ্রতি কেজি ১৪টা. থেকে ১৮টা., শিম প্রতি কেজি ২৫-৩০ টা., টমেটো প্রতি কেজি৩০-৪০টা., গাজর ১৫-২২টা. কেজি, লাল শাক ১৫-২৫টা.আটি, বেগুন ৩৮-৪২ টা.কেজি, মূলা ১৫-২৫টা.কেজি, পিয়াজ ২৫-৩২টা.কেজি।
ক্রেতারা বলেন,“প্রতিদিনের খাবার কিনতে তো হবেই, দেশের রাজনৈতিক সমস্যার জন্য কষ্ট করতে হয় সুধু সাধারন মানুষকে।”দাম নিয়ে ক্রেতারা আরো বলেন, বিক্রেতারা তো যে কোন ছুতার আপেক্ষায় থাকেন, যে কোন উপল্লেখ্যেই দাম বাড়ানো এখন ট্রেডিসন হয়ে গেছে।
৫ মার্চ/নিউজরুম