বিজ্ঞান ও প্রযুক্তি: যাঁদের দামি গাড়ির কেনার স্বপ্ন, তাঁদের পছন্দের তালিকার শীর্ষে থাকতে পারেএমন একটি গাড়ি হচ্ছে ল্যাম্বরগিনির ‘ভেনোনো’। এ মডেলটিই ল্যাম্বরগিনিরসবচেয়ে দামি গাড়ি। ৭৫০ হর্সপাওয়ার, কার্বন ফাইবারের তৈরি কাঠামোর এ গাড়িটিরদাম ৩৯ লাখ মার্কিন ডলার।
ইতালির বিলাসবহুল গাড়ি ও স্পোর্টস কারনির্মাতা ল্যাম্বরগিনি ‘ভেনোনো’ মডেলের মাত্র তিনটি গাড়ি তৈরি করবে।কর্তৃপক্ষের ভাষ্য, যে তিনটি গাড়ি তৈরি হচ্ছে তার জন্য ক্রেতাও জুটে গেছে।
ল্যাম্বরগিনির ৫০ বছর পূর্তি বা সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘ভেনোনো’ মডেলের তিনটি গাড়ি তৈরি করছে বিখ্যাত এ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।
‘ভেনোনো’ গাড়িটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, মাত্র তিন সেকেন্ডেই এর গতি শুন্য থেকে ৬০মাইল পর্যন্ত উঠতে পারে। এটি ঘণ্টায় ২২০ মাইল গতিতে ছুটতে পারে। দুই সিটেরএ ‘ভেনোনো’ গাড়িতে ৬.৫ লিটারের ১২ সিলিন্ডারের পেট্রোল ইঞ্জিন রয়েছে।
ল্যাম্বরগিনিকর্তৃপক্ষের ভাষ্য, ‘ভেনোনো’ শব্দের অর্থ লড়াকু ষাঁড়। আর এ নাম দেখেইগাড়িটির শক্তি বোঝা যায়। ল্যাম্বরগিনির ঐতিহ্যের কথা মাথায় রেখেইএযাবত্কালের সবচেয়ে দামি এ মডেলটি তৈরি করা হয়েছে।
৫ মার্চ/নিউজরুম