হাড়কাঁপানো শীতও স্বল্পবসনে আনুশকা

0
143
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক: তুরস্কের হাড়কাঁপানো শীতও স্বল্পবসনা আনুশকা শর্মাকে এতটুকু কাঁপাতেপারেনি! ম্যাগাজিনের জন্য ছবি তুলতে গিয়ে হাড়কাঁপানো শীতের মধ্যে দিব্যিস্বাভাবিক ছিলেন বলিউডের এ অভিনেত্রীখবর মিড-ডে ডটকমের
আনুশকা শর্মারঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বিখ্যাত একটি আন্তর্জাতিক ম্যাগাজিনের জন্যছবি তুলতে সম্প্রতি তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে গিয়েছিলেন আনুশকাসেখানেতাঁর ছবি তুলেছেন তুরস্কের আলোকচিত্রী চিহান অ্যাল্পগ্রেছবি তোলার সময়উপস্থিত অন্যরা যেখানে গায়ে কয়েক প্রস্ত কাপড় চাপিয়েও শীতে ঠকঠক করেকাঁপছিলেন, সেখানে আনুশকা স্বল্প পোশাকেও ছিলেন অবিচলভালো ছবির জন্যআনুশকার এ রকম উত্সাহে আলোকচিত্রীও মুগ্ধ
আনুশকার ঘনিষ্ঠ একটি সূত্রআরও জানিয়েছে, তিনি ঠান্ডা অনুভব করেছেন বটে, কিন্তু ছবি তোলার সময় তাঁরচেহারায় শীতে কাঁপার কোনো চিহ্ন ফোটেনিছবি তোলার সময় সবাই ভেবেছিলেন, এইহাড়কাঁপানো শীতে আনুশকার পোশাক কেমন হবেকিন্তু সাহসী আনুশকা শর্মা ছবিতোলার উত্সাহে শীতকেও হার মানিয়েছেন!

 

মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন