স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কায় তিন দিনের প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছেন মোহাম্মদ আশরাফুল।শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে আশরাফুলের এই সেঞ্চুরি কেবলএকটি ভালো ইনিংসই নয়, এটিকে তাঁর প্রতি নির্বাচকদের আস্থাহীনতার জবাববললেও খুব বাড়িয়ে বলা হবে না।
সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ২৫সদস্যের প্রাথমিক দলে ছিলেন না মোহাম্মদ আশরাফুল। এনামুল হক জুনিয়র ও নাঈমইসলাম চোটের কারণে সিরিজ থেকে ছিটকে পড়ার পরও নেওয়া হয়নি তাঁকে। অবশেষেআশরাফুল ডাক পান শাহরিয়ার নাফীস চোটগ্রস্ত হয়ে শ্রীলঙ্কায় না যাওয়ারসিদ্ধান্ত নেওয়ার পর। টেস্ট সিরিজের আগে আশরাফুলের এই সেঞ্চুরি নির্বাচকদেরপ্রতি তাঁর জবাব না তো কী!
আশরাফুল করেন ১০২ রান। মমিনুল হকও খেলেছেনদুর্দান্ত। মাত্র এক রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি তিনি। তৃতীয় উইকেটজুটিতে বাংলাদেশকে ১৭৮ রান এনে দেন আশরাফুল ও মমিনুল।
কোনো উইকেট নাহারিয়ে ৮ রান নিয়ে আজ ম্যাচের শেষ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। শুরুটা হয়বাজেভাবে। দলীয় ২২ রানে প্রথম উইকেটের পতন। ৪৫ রানে পতন ঘটে দ্বিতীয়উইকেটের। তবে ম্যাচের চিত্র বদলে যায় আশরাফুল ও মমিনুলের দুর্দান্তব্যাটিংয়ে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬উইকেটে ৩৮৬ রান। মুশফিকুর রহিম ৪৯ ও সোহাগ গাজী ২৯ রানে অপরাজিত আছেন।মাহমুদউল্লাহ ৫৬, জহুরুল ইসলাম ২৯, নাসির হোসেন ৯ ও এনামুল হক ৬ রানে আউটহন। এর আগে প্রথম ইনিংসে ৪১০ রান করে অলআউট হয় শ্রীলঙ্কার উদীয়মান একাদশ।
৫ মার্চ/নিউজরুম