প্রতিবাদের অন্য উপায় দেখার পরামর্শ

0
151
Print Friendly, PDF & Email

ব্যবসা ও অর্থনীতিডেস্ক:অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত হরতালের বদলে প্রতিবাদের অন্য উপায় দেখার পরামর্শ দিয়েছেনআজ মঙ্গলবার সচিবালয়ে ব্যবসায়ীদের তিনটি সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন
অর্থমন্ত্রী বলেন, ‘হরতাল চলতেই পারে নাপ্রতিবাদের অন্য উপায় দেখতে হবে
সময় সাংবাদিকেরা জানতে চান, অন্য উপায় কী আছে? এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী মুহিত বলেন, ‘অবশ্যই আছেযদি রাজনীতিতে বিশ্বাস থাকে তা হলে সম্ভবকিন্তু যদি হিংস্রতা হয়, যেটা জামায়াতের ধর্ম, সেটি হলে হবে না
ব্যবসায়ীরা হরতালের বিকল্পের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে অর্থমন্ত্রী বলেন, ‘তাঁরা এমন কোনো উপায় বের করতে পারলে আমি তাঁদের পেছনে আছি
বিজিএমইএর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘আমরা রাজনীতিকদের কোনো পরামর্শ দিতে চাই নারাজনীতিবিদেরা রাজনীতি করেন তাঁদের অবস্থানে থেকে আর আমরা আমাদের অবস্থানে থেকে দেশের সেবা করি
অন্যদের মধ্যে বৈঠকে বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান ও বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আলামিন উপস্থিত ছিলেন

 

 

 

মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন