গরমে কোন ধরনের পোশাক পরবেন

0
267
Print Friendly, PDF & Email

৫ মার্চ, ২০১৩, গরমের আঁচ বেশ টের পাওয়া যাচ্ছেফ্যাশন-সচেতনেরা ভাবছেন, এবারের গরমে কোন ধরনের পোশাক পরবেনকামিজের ঝুল কি আগের মতো লম্বা হবে? সঙ্গে লেগিংস বা টাইটস কি এখনো পরা যাবে? কাট কেমন হবে?—এমন চিন্তা শুরু করে দিয়েছেন অনেকেইবাজার ঘুরে দেখা গেল, সুতির পোশাকের চাহিদা থাকবেইগরমে সুতির আবেদন কমার নয়ফ্যাশনেবল পোশাকটা হওয়া চাই সুতিরইসঙ্গে রংবেরঙের লেগিংস
ঢাকার বড় শপিং মলগুলোর পাশাপাশি বদরুদ্দোজা সুপার মার্কেট ও নিউমার্কেট ছেয়ে গেছে বাহারি রঙের লেগিংস দিয়েভিসকস ও নিট কাপড়ের লেগিংস বেশি চলছেউলের লেগিংস তেমন নেইদোকানিরা জানান, লেইস দেওয়া ও লেইস ছাড়াদুই ধরনের আরামদায়ক ও হালকা লেগিংস বেশির ভাগ কিনছেনআর গাউসিয়া, চাঁদনী চকে গজ কাপড়ের সমাহার ছিল চোখে পড়ার মতোছাপা গজ কাপড়ের পাশাপাশি বল প্রিন্টের ও এক রঙের কাপড়ের চাহিদাও আছেসাদা ও চাপা সাদা রঙের কাপড় এবারও কিনছেন সবাই
স্টুডিও এমদাদের স্বত্বাধিকারী এমদাদ হক জানান, গাঢ় রংগুলোর হালকা শেড চলবেকামিজের ঝুল হাঁটুর সামান্য নিচ পর্যন্ত থাকবেগত বছরের মতো অনেক বেশি ঝুল চলবে নাকামিজের ঘেরও কমে যাবেতবে ফ্রক কাট প্রাধান্য পাবেআর কুর্তায় এ লাইন কাটই থাকবেকুর্তার সঙ্গে পাতিওয়ালা সালোয়ার ভালো দেখাবেগলায় ভি-কাট জনপ্রিয় হতে পারেথ্রি-কোয়ার্টারসহ ফুলহাতার পাশাপাশি স্লিভলেসও চলবে
পোশাকে কালার ব্লক দেখা যাবে এ বছরের গরমের ফ্যাশনেপোশাকের সঙ্গে মিলিয়ে পরার থেকে কনট্রাস্ট ও বাহারি লেগিংস পরার প্রতি ঝোঁক থাকবেলেইস আর প্যাচওয়ার্ক দিয়ে নকশা করা চল দেখা যাবেফিরোজা, নীল, মভ ও প্যাস্টেল রংগুলোকে বেছে নেওয়ার সম্ভাবনা বেশিএ ছাড়া টাইডাই, প্রাকৃতিক রঙে তৈরি পোশাক চলবে এবারের গরমেনগরদোলার প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আলী আফজাল বলেন, ‘গরমে সবাই আরামের কথাই আগে বিবেচনা করেনসেটি মাথায় রেখেই পোশাক তৈরি করা হয়েছেতিনটি রঙের শেড দিয়ে আমরা ত্রয়ী নামের পোশাক তৈরি করেছিসঙ্গে নিতে পারবেন রংবেরঙের লেগিংসচাইলে সালোয়ারও নিতে পারবেন
গরমে হালকা সাজের প্রতি আগ্রহী হচ্ছে মেয়েরাকমপ্যাক্ট বুলিয়ে চোখে সামান্য কাজল ও ঠোঁটে হালকা রঙের কোনো লিপস্টিক দিলেই চলবেচুলটাকে পনিটেইল, বেণি বা খোঁপা করে নিতে পারেনআর পায়ে আরামদায়ক ফ্ল্যাট স্যান্ডেল

 

শেয়ার করুন