৫ মার্চ, ২০১৩, ভূমি রেজিস্ট্রি অফিস
উত্তরা সাব-রেজিস্ট্রি অফিসের অধীনে উত্তরা, দক্ষিণখান ও তুরাগ—এই তিনটি থানার ভূমি রেজিস্ট্রেশন, মর্টগেজসহ অন্যান্য কার্যক্রম তেজগাঁওস্থিত আলাদা উত্তরা অফিসে পরিচালিত হয়ে থাকে। প্রতিদিন এই তিনটি থানাস্থিত ব্যাংক কর্মকর্তাসহ হাজার হাজার লোক ভূমি রেজিস্ট্রি, মর্টগেজসহ আনুষাঙ্গিক কাজের জন্য আধা ঘণ্টার পথ তিন-চার ঘণ্টার যানজট পেরিয়ে তেজগাঁওয়ে যাতায়াত করতে হয় অথচ ভূমি রেজিস্ট্রিশনের উত্তরা অফিসটি তেজগাঁও থেকে উত্তরা এলাকায় স্থানান্তর করলে হাজার হাজার লোকের যাতায়াত বাবদ শ্রম, সময়, অর্থ সাশ্রয়সহ সর্বোপরি যানজট নিরসনে কিছুটা হলেও সহায়ক ভূমিকা রাখবে। উত্তরা সাব-রেজিস্ট্রি অফিস তেজগাঁও থেকে উত্তরা এলাকায় স্থানান্তরের বিষয়টি ভূমি মন্ত্রণালয়সহ যথাযথ কর্তৃপক্ষের সদয় বিবেচনার জন্য অনুরোধ করছি।
মো. আরিফুল হক, ব্যাংক কর্মকর্তা।
মানুষের কষ্ট
হরতালে দেশের ক্ষতি শুধু নয়, এখন মানুষের মৃত্যু ঘটে হরতালে সহিংসতার জন্য। বাসে আগুন দিয়ে হরতালের আগে ও পরে অনেক বাসযাত্রীকে হত্যা করা হয়ে থাকে। মানুষের জানমালের কোনো মূল্য নেই। হরতালে ব্যবসায়ীদের ক্ষতি অপূরণীয়। তাই হরতালের বিকল্প ভাবা দরকার। যেকোনো গুজব, উসকানি, সহিংসতা, ধ্বংস হরতাল পরিহার করে দেশ ও জাতিকে ভালোবাসার মাধ্যমে দেশের উন্নয়নে সব মহলকে এগিয়ে আসার আহ্বান জানাই।
মাহবুব উদ্দিন চৌধুরী
গেন্ডারিয়া, ফরিদাবাদ, ঢাকা।