সিংড়ায় কালি মন্দিরে প্রতিমা ভাংচুর

0
167
Print Friendly, PDF & Email

ডেস্ক রিপোর্ট:নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের দুর্গম পল্লী সোয়াইড় গ্রামে সোমবার গভীর রাতে স্থানীয় কালি মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা

 

সিংড়া থানা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার মধ্যরাতে সোয়াইড় গ্রামের লোকজনের ঘুম ভেঙ্গে যায় আগুন লাগার শব্দ শুনেতারা ঘর থেকে উঠে দেখতে পান গ্রামের সমর কুমার সরকারের খড়ের গাদা দাউ দাউ  করে জ্বলছেপরে তারা দেখতে পায়, দুর্বৃত্তরা গ্রামের কালি মন্দিরের গ্রীলের তালা ভেঙে হরি ঠাকুরের প্রতিমা ভাংচুর করেছেসমর কুমার বলেন, দুর্বৃত্তরা আগে প্রতিমা ভাঙচুর করেছেপরে আমার খড়ের গাদায় আগুন লাগায়ছেআমরা দুর্বৃত্তদের দেখতে পায়নি

 

মন্দির কমিটির সভাপতি তপন কুমার সরকার জানান, দুর্বৃত্তরা গভীর রাতে মন্দিরের মূর্তি ভাংচুর করেছেসারাদেশের চলমান ঘটনারই এটা অংশমাত্রএবিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছেতবে জামায়াত-শিবিরের কেউ জড়িত কি-না তার জানা নেই বলে জানান তিনি

 

ঘটনার সত্যতা ¯^ীকার করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজুর রহমান জানান, মধ্যরাতে দুর্বৃত্তরা মন্দিরের মূর্তি ভাংচুর করেতবে এখন পর্যন্ত কোন মামলা হয়নি

 

৫ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন