ডেস্ক রিপোর্ট:দেশব্যাপী গণহত্যার প্রতিবাদে ও গণতন্ত্র রক্ষার দাবিতে বিএনপির ডাকা মঙ্গলবার দিনব্যাপী হরতাল নাটোরের সিংড়ায় স্বতঃস্ফূর্ত ভাবে পালিত হয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।
মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত নাটোর-বগুড়া মহাসড়কের বাসষ্ট্যান্ড এলাকায় অর্ধশত নেতাকর্মী নিয়ে শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম ও যুবদল নেতা আবু সাইদ পলাশ হরতাল কর্মসূচি পালনে নেতৃত্ব দেন। শহরের কোথায়ও কোন ছোট-বড় যানবাহন চলেনি, দোকান পাট খুলতে দেখা যায়নি। এসময় রাস্তা অবরোধ করে অনেককে ক্রিকেট খেলতে দেখা যায়। নাটোর-বগুড়া মহাসড়কে কোন যান বাহন চলাচল না করায় শত শত যাত্রীদের পায়ে হেটে দুর দুরান্তে যেতে হয়। এসময় স্কুল,কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের চাকুরীজীবিদের দুর্ভোগ পোহাতে হয়।
সিংড়া শহর বিএনপির সভাপতি মেয়র শামিম আল রাজি এক বিবৃতিতে মঙ্গলবারের হরতাল স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ ভাবে পালন করায় শহরের ব্যবসায়ী ও সাধারণ জনগণকে ধণ্যবাদ জানান।
৫ মার্চ/নিউজরুম