উপাচার্য পদে নিয়োগ চুড়ান্ত

0
179
Print Friendly, PDF & Email

শিক্ষা ডেস্ক: দেশের পাঁচটি স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদকিছুদিন ধরে শূন্য হয়ে আছেএ জন্য এসব বিশ্ববিদ্যালয়ে কাজকর্মে স্থবিরতাদেখা দিয়েছেএ অবস্থায় এসব বিশ্ববিদ্যালয়ে উপাচার্যসহ শীর্ষ পদগুলোপূরণের জন্য বিভিন্ন অধ্যাপকের নাম প্রস্তাব করেছে শিক্ষা মন্ত্রণালয়চলতি সপ্তাহের মধ্যে এসব শীর্ষ পদে নিয়োগ চূড়ান্ত হবে
বিশ্ববিদ্যালয়গুলোহলো: রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্তবিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয়এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, সহ-উপাচার্য ওকোষাধ্যক্ষতিনটি পদই শূন্য
এর বাইরে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়েশিগগিরই উপাচার্যের মেয়াদ শেষ হবেকয়েকটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনেরকারণেও অস্থির পরিস্থিতি বিরাজ করছে
জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুলইসলাম নাহিদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘শিগগিরই এসব শূন্য পদে নিয়োগ দেওয়াহবেএ জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি
শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বিশ্ববিদ্যালয়ের সূত্রগুলোজানিয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষেরমেয়াদ শেষ হয়েছে গত ২৫ ফেব্রুয়ারিকিন্তু এখনো উপাচার্যের বিষয়েচূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না সরকারমন্ত্রণালয়ের একটি সূত্রজানিয়েছে, উপাচার্যের জন্য ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিজানউদ্দিন এবং এএস এম শাহনেওয়াজ আলীর নাম প্রস্তাব করে সারসংক্ষেপ পাঠানো হয়েছেতাঁঁদের মধ্যে একজন হবেন উপাচার্যআর সহ-উপাচার্য হিসেবে সারওয়ার জাহানসজলের নাম বেশি আলোচিত হচ্ছে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজীশহীদুল্লাহর মেয়াদ শেষ হয়েছে ২৪ ফেব্রুয়ারিঢাকা বিশ্ববিদ্যালয়েররাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হারুন-অর-রশিদকে এই বিশ্ববিদ্যালয়েরউপাচার্য করার বিষয়টি চূড়ান্ত হয়েছে
রাজধানীর জগন্নাথবিশ্ববিদ্যালয়ে বিদায়ী উপাচার্য মেসবাহউদ্দিনের মেয়াদ শেষ হয় ২৪ফেব্রুয়ারিএখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ মীজানুররহমানকে উপাচার্য করার সিদ্ধান্ত হয়েছে
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে গত২৪ জানুয়ারি থেকে উপাচার্যের পদটি শূন্যমন্ত্রণালয়ের একটি সূত্রজানিয়েছে, বিদায়ী উপাচার্য আর আই এম আমিনুর রশীদের স্থলাভিষিক্ত করারজন্য সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনাবিভাগের একজন অধ্যাপকের নাম সারসংক্ষেপ আকারে প্রধানমন্ত্রীর কার্যালয়েপাঠানো হলেও সেটি ফেরত এসেছেপ্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তিনজনের নামেরপ্যানেল পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে
তবে আপাতত সহ-উপাচার্য খোন্দকার মোকাদ্দেম হোসেনকে উপাচার্যের চলতি দায়িত্ব দেওয়া হচ্ছে
শাহজালালবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিনের মেয়াদশেষ হয় ২৫ ফেব্রুয়ারিএই বিশ্ববিদ্যালয়ের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তহয়নি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিরাজুলকরিম চৌধুরীর মেয়াদ শেষ না হলেও এখানকার প্রগতিশীল শিক্ষকেরা ও ছাত্রলীগেরবড় একটি অংশ তাঁকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছেমন্ত্রণালয়ের একটিসূত্র জানিয়েছে, বর্তমান সহ-উপাচার্যকে এখানে উপাচার্য করার চিন্তাভাবনাচলছে
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরউপাচার্য এম নূরুল ইসলামের মেয়াদ শেষ হবে আগামী মে মাসেএখানে উপাচার্যকরার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায় নেওয়া সহ-উপাচার্যআলাউদ্দিনের নাম আলোচিত হচ্ছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিবিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল মান্নান আকন্দের মেয়াদ শেষ হবে ১০ মার্চসেখানে নতুন উপাচার্য করার জন্য ওই বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকের নামেপ্রস্তাব তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়
রংপুর রোকেয়াবিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল জলিল মিয়ার মেয়াদ শেষ হবে আগামী মেমাসেকিন্তু তাঁর বিরুদ্ধে নিয়োগসহ বেশকিছু ক্ষেত্রে অনিয়মের অভিযোগতুলে আন্দোলন করছে এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষকদের একটি অংশমেয়াদ শেষেসেখানেও নতুন উপাচার্য নিয়োগ দেওয়ার চিন্তাভাবনা চলছে

 

৪ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন