ডেস্ক রিপোর্ট:সোমবারবাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন ও সাধারণসম্পাদক কমরেড আনিসুর রহমান মল্লিক সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতেযুদ্ধাপরাধী সাঈদীর বিচারের রায়কে কেন্দ্র করে জামাতে ইসলামির অব্যাহতসন্ত্রাস, হত্যা, সহিংস আক্রমণের তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন।বিবৃতিতেনেতৃবৃন্দ বলেন, তাদের সহিংস আক্রমণকে আড়াল করতে জামাত এখন নারী-শিশুদেরঢাল হিসেবে ব্যবহার করছে। জামাতের এই সহিংসতার বিরুদ্ধে ইতোমধ্যেগণপ্রতিরোধ গড়ে উঠেছে। এখন প্রয়োজন তাদের আইনগতভাবে নিষিদ্ধ করা।
বিবৃতিতেনেতৃবৃন্দ একই সাথে বিএনপি কর্তৃক জামাত-শিবিরের সহিংস আচরণের বিরুদ্ধেগৃহীত ব্যবস্থাকে একাত্তরের গণহত্যার সাথে তুলনা করে অব্যাহতভাবে ঘৃণ্যবক্তব্য দেওয়ার জন্য বিএনপিকে নিন্দা করে বলেন, এই তুলনার মধ্য দিয়ে তারাপাকিস্তানি শাসকগোষ্ঠীর বিশ্বনিন্দিত ওই ঘটনাকেই আড়াল করার চেষ্টা করছেন।মুক্তিযুদ্ধের দল হিসেবে নিজেদের আখ্যায়িত করার আর কোনো অধিকার তাদের রইলনা।এ সময় নেতৃবৃন্দ জামাত-শিবির-বিএনপি’র এ সকল ঘৃণ্য প্রচার ও কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াবার আহ্বান জানান।
৪ মার্চ/নিউজরুম