সরকার এখন গণহত্যা কর্মসূচি পালন করছে- মির্জা ফখরুল

0
166
Print Friendly, PDF & Email

ডেস্ক রিপোর্ট:রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত ফ্যাসিবাদ এখন ভয়াবহরুপে আত্মপ্রকাশ করেছেকয়েকদিনেশতাধিক লোককে হত্যা করা হয়েছেএর মধ্যে নারী, শিশু ও বৃদ্ধরাও বাদ যায়নিপুলিশ-র‌্যাব ও বিজিবি কর্তৃক লোমহর্ষক হত্যাকাণ্ডে জাতি আজ স্তম্ভিতদেশবাসী গভীর উদ্বেগ ও উকণ্ঠায় দিন কাটাচ্ছে বলে মন্তব্য করেন, বিএনপিভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসোমবার এক বিবৃতিতে তিনি একথা বলেনবিবৃতিতেবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গত চার বছর ধরে দেশ পরিচালনায় সম্পূর্ণরুপে ব্যর্থ হয়ে বিরোধী দলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষকে নির্বিচারে গুলিকরে সরকার এখন গণহত্যা কর্মসূচি পালন করছেআওয়ামী সরকার দেশের অর্থনীতিধ্বংস করে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ বিপন্ন করে মানুষের জান-মালেরনিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিয়েছেতিনি বলেন, সারাদেশে দখল, লুটপাট আর রক্তপাত ঘটিয়ে দেশে এক নতুন ধরণের আওয়ামী রাজনীতির সংস্কৃতি প্রতিষ্ঠা করা হচ্ছে
গতকয়েক দিন ধরে সারাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী সশস্ত্রপান্ডারা নির্বিচারে গুলি করে গণহত্যা চালানোর প্রতিবাদে বিএনপিভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল বিএনপির ডাকেদেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালনের জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন
বিএনপিভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশের সংবিধানকে তাচ্ছিল্য করে মানুষের বাক ওব্যক্তি স্বাধীনতাকে স্তব্ধ করা হয়েছে নিষ্ঠুর উপীড়ন চালিয়েতাদেরদুঃশাসনের যাঁতাকলে দেশবাসীকে পিষে ফেলার লাগাতার কার্যক্রমে এখন শেষপর্যায়ে তারা দানব হয়ে উঠেছেগুপ্তহত্যা, গুম, অপহরণ, শরীরে অস্ত্র ঠেকিয়েহত্যা, নারী নির্যাতনের বিভিষিকায় তারা এখন গণহত্যার মতো পৈশাচিক কর্মকা-েমেতে উঠেছেতাদের এই কর্মকা- যে শুধুমাত্র বিরোধী দলকে নিশ্চিহ্ন করা এবংনিজেদের ক্ষমতাকে প্রলম্বিত করার চক্রান্ত তা জনগণের আজ বোধগম্যমির্জাআলমগীর বলেন, নিজেদের চার বছরের অপকর্ম ঢাকতে জনদৃষ্টিকে ভিন্নখাতেপ্রবাহিত করার জন্য শাসকগোষ্ঠী একের পর এক নতুন নাটক মঞ্চস্থ করছে এবং নানাধরণের হীন চক্রান্ত এঁকে যাচ্ছেমির্জা আলমগীর ব্যর্থহীন কণ্ঠেবলেন, সরকারের বেপরোয়া জুলুম-নির্যাতন, হত্যা, সংঘাত ও সংকট মোকাবেলায় জাতিঐক্যবদ্ধভাবে প্রতিরোধের পথকেই বেছে নেবেগত কয়েকদিনে সরকারের নারকীয়গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ডাকা আগামীকালেরসকাল-সন্ধ্যা হরতাল সফল করার জন্য দেশের সর্বস্তরের জনগণকে আহবান জানান

 

৪ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন